১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১২:৩৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদীকে পুলিশ গুলি করেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তাহলে তাকে গুলি করল কে? কার গুলিতে প্রাণ ঝরল ঢাকা টাইমসের এই মেধাবী সাংবাদিকের?
গত ১৮ জুলাই বিকাল সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ীর কাজলায় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার ওপরের অংশে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের ছোরা গুলিতে গুলিবিদ্ধ হন সাংবাদিক মেহেদী। প্রায় ১০ মিনিট পড়ে থাকার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে তার মৃত্যু নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক।
ওই ঘটনার ১৭ দিন পর স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন, ‘পুলিশের গুলিতে কোনো সাংবাদিক মারা যায়নি।’ এমনকি তিনি এও বলেছেন, ‘আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি।’
সচিবালয়ে শনিবার রাতে সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী এমন দাবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর সঙ্গত কারণেই বেশ কিছু প্রশ্ন সামনে আসে ।
তাহলে কার গুলিতে সাংবাদিক নিহত হলেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার এখন এটাও জানানো উচিত, পুলিশ গুলি না করলে কে গুলি করল মেহেদী হাসানকে।
নিহত সাংবাদিক হাসান মেহেদীর বুকে-পিঠে অসংখ্য ছররা গুলির চিহ্ন। সাধারণত আন্দোলন-সংগ্রামে এই গুলি ব্যবহার করে পুলিশ। ছররা গুলি পুলিশ ছাড়া আর কেই-বা ব্যবহার করে? এই জবাবও তো তার কাছ থেকেই আসতে হবে।
এমনকি হাসান মেহেদী গুলিবিদ্ধ হওয়ার সময় প্রত্যক্ষদর্শী অন্য সাংবাদিকদের বয়ানেও পুলিশের গুলি করার কথা উঠে এসেছে নানা মাধ্যমে।
এ ছাড়া ছাত্র আন্দোলন ঘিরে হত্যা ও সহিংসতার ঘটনা তদন্তে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ রকম গুরুত্বপূর্ণ কমিটির তদন্তাধীন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনসমক্ষে কোনো পক্ষে মন্তব্য করতে পারেন কি?
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে অমূলক বলছেন বিশ্লেষকরা। কোনো হত্যার ঘটনায় তিনি এভাবে আগেভাগে মন্তব্য করতে পারেন না। তিনি এর মধ্য দিয়ে মূলত আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশকে বাঁচানোর দায়িত্ব নিলেন। তা না হলে সাংবাদিক হত্যায় পুলিশের পক্ষে এভাবে সাফাই গাইলেন কেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান আসিফ নজরুল বলেন, সরকার এভাবে সব সময় নিজেদের দায়মুক্ত রেখে দেশকে আজ এই অবস্থায় নিয়ে এসেছে। সাংবাদিক হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য সম্পূর্ণ অমূলক।
নাম প্রকাশ না করার শর্তে আরেকজন বিশ্লেষক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি কোনো ধরনের তদন্ত ছাড়াই এভাবে সিদ্ধান্ত ঘোষণা করে দেন, তাহলে পুলিশের পক্ষে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা সম্ভব হবে না। পুলিশের কী সাধ্য স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বাইরে গিয়ে তদন্ত রিপোর্ট তৈরি করে?
তার মন্তব্য প্রত্যাহার করে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক হাসান মেহেদীসহ সব হত্যার সুষ্ঠু তদন্তের জন্য নির্দেশ দেবেন, এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনবেন বলে আশা করেন বিশ্লেষকরা।
Leave a Reply