৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১০:৪৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের পুবাইল থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিস ও তার মেজো ছেলে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাজিবুল হাসান রাজীব, ছোট ছেলে হোসাইনুর রহমান রুবেল সহ এক নারী কে অভিযুক্ত করে গাজীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা দায়ের করেছেন আজিজুর রহমান শিরিসে বড় ছেলে হাসানুর রহমান রাসেল ও তার স্ত্রী শাহিনুর আক্তার। অভিযুক্তই নারীর পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ড কুদাব এলাকার বাসিন্দা মৃত রমিজ উদ্দিন দেওয়ানের মেয়ে ছারিনা ইয়াসমিন (৩৮)। গত সোমবার ১১ সেপ্টেম্বর তারা এই মামলা দুটি দায়ের করেন। মামলা নাম্বার – ১২৯২/২০২৩ ও ১২৯৭/২০২৩। মামলার সাথে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যাবৎ পুবাইল এলাকায় জমি দখলসহ নানা অপকর্ম করে আসছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ ও তার দুই ছেলে। এসব বিষয় জানতে পেরে বড় ছেলে রাসেল তাদের বাধা দিলে তার উপর শুরু হয় শারিরীক ও মানসিক নির্যাতন। বাবা আজিজুর রহনান শিরিষের নির্দেশে একাধিক বার জোরপূর্বক মাদকসেবী বানিয়ে রিহ্যাবে ভর্তি করায় ছোট ভাই রাজিব ও রুবেল। পরে বিভিন্ন ইনজেকশন দিয়ে তাকে হত্যার চেষ্টাও করা হয়। নানা অপবাদ দিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলানো হচ্ছে বলে মামলায় অভিযোগ করা হয়। অভিযোগ সূত্রে আরও জানা যায়, আজিজুর রহমান শিরিসের দুই ছেলে প্রতিনিয়ত বড় ছেলে ভুক্তভোগী হাসানুর রহমান রাসেল কে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে এলাকা ছাড়া করার ও পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ এর ঘৃন্য চেষ্টায় লিপ্ত আছে বলেও জানাযায়। ভুক্তভোগী হাসানুর রহমান রাসেল, আদালতে মামলা দায়ের এর পর অভিযুক্তরা আমাকে গুম খুনসহ নানা বিধি ভয়ভীতি প্রদর্শন করে আসছে এসব বিষয় পুবাইল থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলে অভিযুক্তরা ক্ষমতাশালী হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ না নিতে তালবাহানা করছে পুবাইল থানা পুলিশ। বর্তমানে আমি স্ত্রী সন্তানসহ নিরাপত্তাহীনতায় ভুগছি। জিডি না নেওয়ার বিষয়ে পুবাইল থানার ওসি মো.শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কাছে কেউ কোন জিডি নিয়ে আসেনি। উল্লেখ্য : এর আগে ভুক্তভোগী রাসেল বিচার চেয়ে প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার এর বারবর লিখত অভিযোগ দায়ের করেন।
Leave a Reply