২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১২:৫০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ফরিদ উদ্দিন খানসহ প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।
শিক্ষার্থীদের অন্য দুটি দাবি হলো ফ্যাসিস্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনা এবং দুজন ফ্যাসিবাদী শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগ দেওয়ার জন্য উপাচার্য ও রেজিস্ট্রারকে উন্মুক্ত স্থানে জবাবদিহি ও ব্যাখ্যা করা।
অবস্থানকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘পোষ্য কোটার বিরুদ্ধে, লড়াই হবে এক সাথে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এমন বিভিন্ন স্লোগান দেন।
Leave a Reply