১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:৫১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মূধা বেলাল॥
আসন্ন ৬ নং ধানগড়া ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম তালুকদার মনির। যিনি তার গোটা জীবন মানব সেবায় নিয়োজিত রেখেছেন। যিনি সকল অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদী এক সৈনিক ছিলেন।
যিনি সত্যকে বরন করে মিথ্যেকে পরিহার করেছেন। খেটে খাওয়া,ভুক্তভুগি, হতদরিদ্র মানুষের পাশে থেকেছেন। তেমনই একজন মানুষ মোঃ মনিরুল ইসলাম তালুকদার মনির। তিনি সভাপতি,বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধানগড়া ইউনিয়ন শাখা,রায়গঞ্জ, সিরাজগঞ্জ। সদস্য,বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ। সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রায়গঞ্জ উপজেলা শাখা, সিরাজগঞ্জ। (২০০৪-২০১৫), সাবেক সাধারণ সম্পাদক, লক্ষীকোলা সরকারি বেগম নূরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ শাখা ছাত্রলীগ,রায়গঞ্জ, সিরাজগঞ্জ। (২০০৩-২০০৭)এ ছাড়াও রয়েছেন নানান সামাজিক কর্মকান্ডের সাথে জরিত। এই প্রতিবেদক কে মোঃ মনিরুল ইসলাম তালুকদার মনির জানান। আমি এ দেশ ও জনগনের কল্যাণে সারাজীবন কাজ করেছি এখনো করছি, আগামীতেও করতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত এ দেশ ও জনসাধারনের তরে নিজেকে সেবক হিসেবে নিয়োজিত রাখতে চাই। আর এই সেবাকে আরো এগিয়ে নিতে আসন্ন ধানগড়া ইউপি নির্বাচনে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে আপোষহীন একজন মুজিব সৈনিক হিসেবে নৌকা প্রতিক থেকে নমিনেশন প্রত্যাশী।
আমি যদি নৌকা প্রতিকে মনোনিত হই বিপুল ভোটে ধানগড়া ইউপি চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত হবো ইনশাআল্লাহ। এবং মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করে উন্নয়নের অংশিদারী হতে চাই। মোঃ মনিরুল ইসলাম তালুকদার মনির আরো জানান। মাননীয় প্রধান মন্ত্রীর প্রতি আমার শতভাগ আস্থা রয়েছে,আমি যোগ্য হলে তিনি আমাকে নৌকা প্রতিকে মনোনিত করবেন।
Leave a Reply