২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ২:২০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রের মরদেহে শ্রদ্ধা জানাতে নেয়া হবে এফডিসিতে। আজ সোমবার দুপুর ১২টার দিকে সেখানে শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানিয়েছেন, এফডিসি থেকে প্রবীর মিত্রের মরদেহ নেয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
রোববার রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাই চলচ্চিত্রের স্বর্ণালী যুগের নায়ক প্রবীর মিত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।
এর আগে, গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় প্রবীর মিত্রকে। অবস্থা আরও খারাপ হলে আইসিইউতে নেয়া হয় তাকে। ব্লাড লস হয়, প্লাটিলেটও কমে যায়।
প্রবীর মিত্র, বাংলা চলচ্চিত্রের রঙ্গিন নবাব। যার সহজিয়া অভিনয় বাংলা চলচ্চিত্রের সেলুলয়েডের ফিতায় ভিন্ন মাত্রা যোগ করেছিলো শুরু থেকেই। তাইতো প্রবীর মিত্র হয়ে উঠেছিলেন দেশি সিনেমার প্রিয় পাত্র।
জন্ম, ১৯৪৩ সালের ১৮ আগস্ট। কুমিল্লার চান্দিনায়। বড় হওয়া পুরান ঢাকায়। নন্দিত এই অভিনেতা স্কুলজীবনেই যুক্ত হন নাট্যচর্চায়। ১৯৭১ এ মুক্তি পাওয়া ‘জলছবি’ সিনেমা দিয়ে পা রেখেছিলেন বাংলা চলচ্চিত্রে। তারপর কাজ করে গেছেন একের পর এক কালজয়ী সিনেমায়। অভিনয়গুণে লাখো কোটি দর্শকের মন জয় করে নিয়েছিলেন বাংলা সিনেমার এই দ্বিতীয় নবাব।
তিতাস একটি নদীর নাম, সিরাজউদ্দৌলা, জীবনতৃষ্ণা, ফরিয়াদ, চরিত্রহীন, মিন্টু আমার নাম, ফকির মজনু শাহসহ ৪ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বিয়ের পর ধর্মান্তরিত হয়ে নাম বদলে হাসান ইমাম রাখলেও, প্রবীর মিত্র নামেই তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন।
তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা সহশিল্পীরা অভিভাবক হারানোর বেদনায় কাতর।
গুনী এই শিল্পীর চলে যাওয়াতে বাংলা চলচ্চিত্রাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। বাংলা চলচ্চিত্র হারালো তার প্রিয় মিত্র, প্রবীর মিত্রকে।
সবা:স:জু- ৬৬৪/২৫
Leave a Reply