১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৯:২১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের ইজ্জতপুর ও ভবানীপুরে অভিযান চালিয়ে ৬০ কোটি টাকার বনভূমি উদ্ধার। আতর্কিত হামলা আহত ১০। মঙ্গলবার রাজেন্দ্রপুর রেঞ্জের রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাফিলাতলী এলাকায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর কাফিলাতলী ও ইজ্জতপুর বাজারে বনভূমি দখল করে নির্মিত ১২০টি বাড়িঘর ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।
এর আগে সোমবার ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের গুচ্ছগ্রাম ও দরগাচালা এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় শতাধিক ঘর বাড়ি ও দোকান উচ্ছেদ করে প্রায় ৩হ একর বনভূমি করা হয়। উদ্ধারকৃত বনভূমির বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
অভিযানে বন বিভাগ, পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের তিন শতাধিক সদস্য অংশ নেন।
এদিকে অভিযানের শেষ দিকে বনভূমি দখলকারীরা ইট-পাথর নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় ইউএনওর গাড়ি ও দুটি ভেকুসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলসহ ১০ জন আহত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানান, হামলায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
৫ আগস্টের পর অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে ব্যাপক স্থাপনা নির্মাণ ও আকাশমনি বাগানের গাছ কাটা শুরু হয়। যৌথ বাহিনীর সহযোগিতায় এই অভিযানের আগে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হলেও তারা আমলে নেননি।
Leave a Reply