১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৬:০৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বিনোদন ডেস্ক:
‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থ দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের প্রথম জানাজা বাংলা একাডেমিতে আজ শনিবার বেলা ১১টায় এবং বাদ যোহর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা শেষে নেত্রকোনায় নিয়ে যাওয়া হবে!
পরে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভালোবাসা, কষ্ট এবং কবিতার আশ্চর্য এক ফেরিওয়ালা, কবি হেলাল হাফিজ গতকাল শুক্রবার দুপুরে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তখনই কবিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করোনার সময় থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন কবি হেলাল হাফিজ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তার মৃত্যু বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
সবা:স:জু- ৩৩২/২৪
Leave a Reply