৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৮:১৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
খন্দকার দেলোয়ার হোসেন (৬০), পিতাঃ মৃতঃ খন্দকার সুজাউদ্দিন, মাতাঃ লাইলী বেগম, সাং- খো থানা সালথা, জেলার ফরিদপুর। আইজিপি বরাবরে আবেদন করেন যে, ফরিদপুর জেলার সালথা থানার অন্তর্গত ৪৯ নং নটখোলা মৌজার আর এস ২৫৩, ৮৫৪, ৭৮, ২৫৫ নং খতিয়ানের আর এম ১৬০২, ১৬০৫, ১৬১২, ১৫৯৭, ১৫২৯ নং দাগে এসএ ৯৪ নং খতিয়ান ১৬০২, ১৬১২ নং দাগ যাহার হাল ২৩৬৪ নং দাগ এস এস ৯৪ নং খতিয়ান ভূক্ত। এসএ ১৫৯৭ নং দাগে হাল ২১৫১ নং ान ৭৬ নং খতিয়ানে এসএ ১৬০৫ নং দাগ যাহার হাল ২২৫১ সর্বমোট জমির পরিমাণ ১.৭১ এননা জমির মধ্যে আমার মা লাইলী বেগম ৮ আনা অংশের মালিক হইয়া দীর্ঘদিন যাবৎ ভোগ করিয়া আসিতেছে। বর্তমানে আমার মা খুবই অসুস্থ হওয়াতে উক্ত দাগের জমি আমি ও আমার অন্যান্য আত্মীয়স্বজনরা দেখা শোনা করিয়া ভোগ দখল করিয়া আসিতেছে। বর্তমানে সৈয়দ আমীর হোসেন বীরু (৬২), পিতাঃ মৃত সৈয়দ আব্দুল মান্নান, মাতাঃ মৃত জোহান বেগম (৫৭), পিতাঃ সৈয়দ চুন্নু মীর উভয় সাং নটখোলা, ৩। আমিন খন্দকার (৪০) পিতা মৃত খন্দকার হাচেন আলী, সাং-চান্দাখোলা সর্ব থানার সালথা জেলার ফরিদপুর এবং তাহাদের সন্ত্রাসী মাস্তান সহযোগীরা আমাদের উল্লেখিত দাগে জমিগুলি জোরপূর্বক দখল করিয়া নেওয়ার জন্য তারা আমার ও আমার পরিবারের অন্যান্য লোকজনদের উপর দীর্ঘদিন যাবৎ জুলুম অত্যাচার করিয়া আসিতেছে এবং তাহারা আমাকে ও আমার পরিবারের অন্যান্য লোকজনদেরকে নানাধরনের ভয়ভীতি ও আমাদেরকে নির্মমভাবে খুন করিয়া আমাদের লাশ গুম করিয়া ফ্যালাইবে অথবা আমার ও আমার পরিবারের অন্যান্য লোকজনদের বিরুদ্ধে থানায় ও আদালতে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দায়ের করিয়া জেল খাটাইবে বলিয়া হুমকি দিয়া আসিতেছে। ইতিপূর্বেও আমার ও আমার পরিবারের অন্যান্য লোকজনদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করিয়া হয়রানি করিয়াছে। যার কারণে আমি ও আমার পরিবারের অন্যান্য লোকজনেরা নিরাপত্তহীনভাবে চরম আতষ্কের মধ্যে রহিয়াছি। তাছাড়াও উল্লেখিত ব্যাক্তিরা আমাদের মানি মনাধীন ফরিদপুর জেলার সালথা থানার নাটখোলা মৌজার দাগ নং ২২৩৮ নং দাগের জমি জোরপূর্বক দখল করিয়া নেওয়ার জন্য ষড়যন্ত্র করিয়া আসিতেছে। উল্লেখিত ব্যক্তিরা এলাকায় চিহ্নিত ভূমিদস্যু, সন্ত্রাসী-মাস্তান প্রকৃতির লোক। অতএব জনাবের নিকট আকুল আবেদন উল্লেখিত ঘটনার ব্যাপারে জরুরী উরিতে প্রেয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করারা জন্য অনুরোধ করিতেছি। অন্যদিকে সালথা থানায় সাহায্য চেয়েও কোন প্রতিকার পাননি বরং এস আই বাসেদ হয়রানী করছে এই পরিবার টিকে এ বিষয়ে ওসি সাহেবকে বললে তিনি এই প্রতিবেদকের উপর ক্ষেপে জান।
Leave a Reply