হুমায়ুন কবির,স্টাফ রিপুর্টারঃ ময়মনসিংহ জেলার ফুলপুরে সাজাপ্রাপ্ত পলাতক ১০ আসামি কে গ্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর দিকনির্দেশনায় ফুলপুর থানা পুলিশের একটি চৌকস টিম নিয়মিত অভিযান চালিয়ে আসছিল।
এরই অংশ হিসেবে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ৯ টি জিআর ও ১ টি সিআর মামলায় সাজাপ্রাপ্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশের এই চৌকস টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন ১) মোসাম্মৎ রাশিদা খাতুন,২) হাজী আব্দুল হাই,৩) নিলুফা খাতুন, ৪) আব্দুল হাকিম, ৫) সিরাজুল ইসলাম ৬) নজরুল ইসলাম ৭) রফিকুল ইসলাম ৮) আব্দুল মালেক ৯) দুলাল মিয়া ও ১০) আব্দুস সুবহান।
উক্ত ঘটনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
সম্পাদক: মোহাম্মদ মাসুদ বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ৮০/২(৫ ম তলা), ভি আই পি রোড, ( রাজমনি হোটেলের বিপরীতে), কাকরাইল, ঢাকা- ১০০০। ই- মেইল: dailysobujbangladesh@gmail.com মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪/ ০১৬১১৯৬৩২৯৪ ওয়েব : www.dailysobujbangladesh.com