১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১১:৪২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
নিজস্ব প্রতিবেদক:
যুবদল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার এর আমলে যেইভাবে সিন্ডিকেট ব্যবসায়ীরা সক্রিয় ছিলো তারা এখনো সক্রিয় আছে। এই সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতি ক্রমশ বেড়েই চলছে; জনজীবনে নাভিশ্বাস অস্তিরতা দেখা যাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না, য়ারা বিগত সতেরো বছর যেমন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই তেমনি এখনো কবে পারবে সেই ব্যাপারেও কোনো প্রকার নিশ্চয়তা পাচ্ছে না। তিনি আক্ষেপের সূরে বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় এই সরকার এইদিকে কোনো ভ্রুক্ষেপই করছে না।
গত মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারী) উত্তরা পশ্চিম থানার অন্তর্গত উত্তরা ফ্রেন্ডস ক্লাবে ১নং ওয়ার্ড শাখা যুবদল এর কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন ৫ই আগস্ট এর পরে আমরা যে আশায় বুক বেধে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি অত্যন্ত দু:খের বিষয় আমাদের প্রত্যাশার জায়গাগুলো ক্রমশ: সংকুচিত হয়ে যাচ্ছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দ্যেশ্য করে বলেন, আমরা আপনাদেরকে এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আপনারা মানুষের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করছেন না। মানুষের নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ দিচ্ছেন না।তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহবান জানান।
জুয়েল বিগত ছাত্র জনতার আন্দোলনে উত্তরাবাসীর অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন আপনারা বুকচিতিয়ে বন্দুকের গুলির সামনে দাড়িয়ে হাসিনার খুনী বাহিনীর সাথে লড়ে কাংখিত বিজয় অর্জন করেছেন; এই বিজয় আমাদের সবার, দেশের আপামর মানুষের।
এসময় তিনি মন্তব্য করেন, দেশে এবং দেশের বাইরে বসে পরাজিত শক্তি ও তাদের দোসররা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত , তিনি সবাইকে সর্বদা সজাগ ও সতর্ক থাকার আহবান জানান।
মহানগর যুবদলের এই আহবায়ক বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আদর্শের লালিত কর্মীরা কখনো খালেদা জিয়া এবং তারেক রহমান এর প্রশ্নে কোনো আপোষ করে না, করবে না।
জুয়েল বলেন, কর্মী সভার মূল উদ্দ্যেশ্য সাংগঠনিক চর্চার মাধ্যমে মহানগর এর সাথে তৃণমূল এর নেতা-কর্মীদের সেতুবন্ধন সৃষ্টি করে দক্ষ ও সুশৃঙ্খল কর্মী তৈরী করা। তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর যুবদলে বিশৃঙ্খলার সুযোগ নাই, বিভেদের সুযোগ নাই, গ্রুপিং এর সুযোগ নাই।
শরীফ উদ্দিন জুয়েল তার বক্তব্যে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন । তিনি যুবদলের নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। সেই সাথে তিনি হুশিয়ার করে দিয়ে বলেন, যাদের কারণে জনদুর্ভোগ এর সৃষ্টি হয় কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে; সে যতো ত্যাগী নেতাই হোক।
১ নং ওয়ার্ড যুবদল এর আহবায়ক শাকিল হুসাইন এর সভাপতিত্বে ও সদস্য সচিব গাজীউর রহমান হৃদয় এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন যুগ্ম আহবায়ক তসলিম আহসান মাসুম বিশেষ অথিতি ছিলেন যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু , জাহিদ হোসেন মোড়ল, ফেরদৌস মজুমদার মাসুম, শামিম আহমেদ ও জুলহাস আহমেদ ।
Leave a Reply