২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:৫৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদর সেমিনার ও সাধারণ সভা গত ১২ মার্চ ২০২৩ তারিখে বাংলাদেশ কৃষি গবেষণি কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারাবাংলার কৃষিবিদ সমাজের অভিভাবক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রাজ্জাক এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান, প্রফেসর ডা: আবু সালেহ বারী,গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আবু হাদি নূর আলী খান ।
সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ এর সভাপতি ইমরান হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সুযোগ্য মহাসচিব ডা: আজিজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দ । অনুষ্ঠানে ৪৯৮ জন কাউন্সিলর, ৫৫ জন ডেলিগেট উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল প্রসঙ্গ ছিলো “স্মার্ট ভেটেরিয়ান স্মার্ট বাংলাদেশ”। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. আবু হাদি নূর আলী খান সভাপতি, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়,ময়মনসিংহ।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত অংশ নেন।
Leave a Reply