২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১:০৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
২০১৮ সালে মুক্তির পর সুজিত সরকারের সিনেমা ‘অক্টোবর’ ব্যাপক প্রশংসিত হয়। এ ছবিতে ‘শিউলি’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন বনিতা সান্ধু। এরপর কোথায় লাপাত্তা হন তিনি? কেনই–বা তাঁর ফেরার কথা হচ্ছে?
বনিতা সান্ধু প্রথম ছবি ‘অক্টোবর’-এ অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। এখনো সুজিত সরকারের ছবিটি নিয়ে কথা হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ছবিটি প্রশংসিত হলেও বিষণ্নতায় ভুগেছিলেন তিনি। পরে চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে।
এর মধ্যে তামিল, ইংরেজি, হিন্দি মিলিয়ে কয়েকটি সিনেমা করেন। তবে অভিনেত্রী হিসেবে বনিতা সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি।
তবে নিজের জীবনকে নতুনভাবে শুরু করার জন্য আরও একবার মুম্বাইয়ে ফিরে এসেছেন অভিনেত্রী। নতুন বছরে নিজের জীবনকে নতুনভাবে শুরু করার জন্যই এ পদক্ষেপ তাঁর।
বনিতা জানান, তাঁর মুম্বাইয়ে ফেরার কারণ, শিল্পী হিসেবে তিনি নিজেকে আরও একবার প্রমাণ করতে চান।
বনিতা বলেন, ‘অভিনয় আমার কাছে নেশা, এটা আন্তর্জাতিক সিনেমা হোক বা বলিউড। আমি অভিনয়ের সঙ্গে সব সময় যুক্ত থাকতে চাই। একটা সময় আমার জীবনে খারাপ সময় এসেছিল, তাই আমি যুক্তরাষ্ট্রে ফিরে গিয়েছিলাম। কিন্তু ভারতকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ভারতের মানুষের কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি যে আবার আমি ভারতে ফিরে এলাম নিজের ক্যারিয়ার নতুন করে গড়ে তোলার জন্য।’
সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, ‘আমি কাজের ক্ষেত্রে সব সময় নিজেকে নতুন নতুন চ্যালেঞ্জ দিতে ভালোবাসি। বাণিজ্যিক সিনেমা হোক বা অন্য ধাঁচের সিনেমা, নতুন নতুন চরিত্রে অভিনয় করতে আমার ভীষণ ভালো লাগে।’ তিনি জানান, এরই মধ্যে নতুন সিনেমা নিয়ে তাঁর সঙ্গে প্রযোজক-পরিচালকদের কথা হয়েছে।
সবা:স:জু- ৬৭৯/২৫
Leave a Reply