২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:২১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বরিশাল প্রতিনিধি:
বরিশালের ফায়ার সার্ভিস কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও ত্রান আত্মসাৎ কেলেঙ্কারি নিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি দেশব্যাপী বন্যা ও জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়ে মানুষের জীবনযাত্রা। ঠিক সেই সময় বরিশাল ফায়ার সার্ভিসের ডিডি মিজানুর রহমানের বিরুদ্ধে বরিশাল বিসিক শিল্পনগরীর বেঙ্গল বিস্কুট সংগ্রহ করে বন্যার্ত মানুষের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করার উদ্দেশ্যে লুকিয়ে রাখার অভিযোগ উঠে। পরবর্তীতে সেনাবাহিনী কর্মকর্তারা লুকিয়ে রাখা ত্রাণের বিস্কিট নিজেদের সংগ্রহে নিয়ে বন্যার্ত মানুষের মাঝে বিতরণ করেন বলে ফায়ার সার্ভিসের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।
এছাড়াও কর্মরত একজন রিভারের এসও এর বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দেয়ার ভয় দেখিয়ে, বদলি ঠেকানোর জন্য প্রায় চার লক্ষ টাকা ঘুষ গ্রহণের বিষয়ে অভিযোগ এসেছে সংবাদ মাধ্যমের হাতে।
এছাড়া অসংখ্য ঘুষ কেলেঙ্কারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কাজে তার সহযোগী হিসেবে অধীনস্থ কর্মকর্তা ও সাবেক কর্মকর্তা সহ বেশ কয়েকজনের নাম শুনা যাচ্ছে।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে মিজানুর রহমান জানান, বিষয়টি ভুল বোঝাবুঝি মাত্র।
Leave a Reply