১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৮:১৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বিনোদন ডেস্ক ॥
দক্ষিণ ভারতের সিনেমার জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু। দক্ষিণী সিনেঅঙ্গনে ঝলক দেখানোর এবার বলিউডমুখী হয়েছেন।
ভারতে শীর্ষ পারিশ্রমিক পাওয়া নায়িকাদের তালিকার শুরুতে থাকা এই সুদর্শনী বলিউডে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন।
ছবিটি মুক্তির পাবে আগামী বছর। শুটিং শুরু হলেও ছবিটির নাম এখনও ঠিক হয়নি।
সিনেমাটি প্রযোজনা করছেন দীনেশ ভিজান। সামান্থা এর আগে ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ দিয়ে সিরিজে আত্মপ্রকাশ করেন।
সম্প্রতি একটি আউটলেটের প্রতিবেদনে জানা যায়, সামান্থা বলিউডে আয়ুষ্মান খুরানার বিপরীতে একটি আকর্ষণীয় প্রকল্পে অভিনয় করবেন। এতে সাসপেন্সের পাশাপাশি হাস্যরসও রয়েছে।
বলিউডে সামান্থা কতটা সফল হবেন সেটি দেখার অপেক্ষায় দর্শক। তবে তার ভক্তদের আশা, সামান্থার তার অভিনয়শৈলী দিয়ে সবার মন জয় করে নেবেন।
Leave a Reply