হাবিবুল বাশার বলেন, ‘একটু তো স্নায়ুচাপ থাকবেই, আবার তাদের উপর কিছু চাপও আছে। তবে তাদের দেখে মনে হচ্ছে তারা দৃঢ় প্রতিজ্ঞ এই সিরিজটাতে ভালো খেলার জন্য। সবাই চাচ্ছে বিশ্বকাপ খেলতে, যেহেতু ঘরের মাঠে খেলা তাই আমাদের কিছুটা এডভান্টেজ থাকবে।’
সমান প্রাইজমানির ঘোষণা দিয়ে ছেলেদের সমান মর্যাদা মেয়েদেরকে দিয়েছে আইসিসি। তবে ম্যাচ থেকে শুরু করে টুর্নামেন্ট কিংবা প্র্যাক্টিস ফ্যাসিলিটি সব দিক থেকেই বাংলাদেশে ছেলেদের থেকে পিছিয়ে নারী ক্রিকেট। তাই টাইগ্রেস ক্রিকেট এগিয়ে নিতে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান বিসিবি পরিচালক নাজমূল আবেদীন।
বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘মেয়েদের আরও অনেক টুর্নামেন্ট হওয়া উচিত। আমি দেখেছি, হাতেগোনা কয়েকজন ছাড়া অনেকেই সব ম্যাচ খেলার সুযোগ পায় না। আমরা দেখেছি অনেকেই এমন আছেন, সারা বছর ১০টা ম্যাচও খেলেন না। তবে একজনের আরও অনেক বেশি ম্যাচ খেলা উচিত। আর সেই সুযোগ করার চেষ্টা করছি।’
শুধু নারী ক্রিকেটেই নয়, বিসিবি এখন স্পন্সর পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। জাতীয় ক্রিকেট লিগ, ২য় ও তৃতীয় বিভাগেও এগিয়ে আসছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। এছাড়া অনূর্ধ্ব-১৭ এর শ্রীলঙ্কা সিরিজেও জার্সি স্পন্সর করেছে একটি বেসরকারী ব্যাংকিং প্রতিষ্ঠান। সবা:স:জু-১৫২/২৪
Leave a Reply