1. md.zihadrana@gmail.com : admin :
  2. dailysobujbangladesh@gmail.com : samiya masud : samiya masud
  3. editorsobujbangladesh@gmail.com : sumona akter : sumona akter
বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের সিরিজে স্পন্সর পেল বিসিবি - দৈনিক সবুজ বাংলাদেশ

১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৮:৪০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের সিরিজে স্পন্সর পেল বিসিবি

বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের সিরিজে স্পন্সর পেল বিসিবি

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে স্পন্সর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে সেনোরা। নারী ক্রিকেটে ভিন্ন মাত্রা যোগ করতে মেয়েদের বিপিএল আয়োজনের কথা জানান নাজমূল আবেদীন ফাহিম। পরিবর্তিত বাংলাদেশে শুধু নারী ক্রিকেটেই নয়, বর্তমানে এনএসিএলসহ বয়সভিত্তিক দলেও স্পন্সরে আগ্রহ দেখাচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো

বিসিবিতে বড় রদবদলের পর পরিবর্তনটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বর্তমান দায়িত্বরত কর্মকর্তারা। যেখানে এতোদিন স্পন্সর সংকটে নারী ক্রিকেট ছিলো অনেকটাই নিষ্প্রভ, সেখানে তারা পেলো প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে টাইটেল স্পন্সর। যা নতুন এক মাইলফলক বাংলাদেশ ক্রিকেটের জন্য।


আসন্ন আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের জন্য টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে সেনোরা। আর সহযোগী স্পন্সর হিসেবে থাকছে রুচি। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড সিরিজের পৃষ্ঠপোষকের ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা, নাজমূল আবেদীন ফাহিম, নারী উইংয়ের প্রধান হাবিবুল বাসার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তারা আরও একবার প্রমাণ করলেন, ইচ্ছা আর আগ্রহ থাকলে কোনো কিছুই থেমে থাকে না। তাহলে কি এই সৎ ইচ্ছার অভাবটাই অতীতে ভুগিয়েছে মেয়েদেরকে?


প্রথমবারের মতো ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেতে বাংলাদেশ আসছে আয়ারল্যান্ডের মেয়েরা। ওয়ানডে ম্যাচগুলো হবে মিরপুরে আর টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে সিলেটে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম কন্ডিশনের সুবিধা নিতে চাইবে নিগার সুলতানার দল।
হাবিবুল বাশার বলেন, ‘একটু তো স্নায়ুচাপ থাকবেই, আবার তাদের উপর কিছু চাপও আছে। তবে তাদের দেখে মনে হচ্ছে তারা দৃঢ় প্রতিজ্ঞ এই সিরিজটাতে ভালো খেলার জন্য। সবাই চাচ্ছে বিশ্বকাপ খেলতে, যেহেতু ঘরের মাঠে খেলা তাই আমাদের কিছুটা এডভান্টেজ থাকবে।’  

সমান প্রাইজমানির ঘোষণা দিয়ে ছেলেদের সমান মর্যাদা মেয়েদেরকে দিয়েছে আইসিসি। তবে ম্যাচ থেকে শুরু করে টুর্নামেন্ট কিংবা প্র্যাক্টিস ফ্যাসিলিটি সব দিক থেকেই বাংলাদেশে ছেলেদের থেকে পিছিয়ে নারী ক্রিকেট। তাই টাইগ্রেস ক্রিকেট এগিয়ে নিতে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান বিসিবি পরিচালক নাজমূল আবেদীন।

বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘মেয়েদের আরও অনেক টুর্নামেন্ট হওয়া উচিত। আমি দেখেছি, হাতেগোনা কয়েকজন ছাড়া অনেকেই সব ম্যাচ খেলার সুযোগ পায় না। আমরা দেখেছি অনেকেই এমন আছেন, সারা বছর ১০টা ম্যাচও খেলেন না। তবে একজনের আরও অনেক বেশি ম্যাচ খেলা উচিত। আর সেই সুযোগ করার চেষ্টা করছি।’

শুধু নারী ক্রিকেটেই নয়, বিসিবি এখন স্পন্সর পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। জাতীয় ক্রিকেট লিগ, ২য় ও তৃতীয় বিভাগেও এগিয়ে আসছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। এছাড়া অনূর্ধ্ব-১৭ এর শ্রীলঙ্কা সিরিজেও জার্সি স্পন্সর করেছে একটি বেসরকারী ব্যাংকিং প্রতিষ্ঠান। 
সবা:স:জু-১৫২/২৪

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »
error: Content is protected !!