১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:৫০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
ইসমাইল হোসেনঃ
বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ৩১ জন ভারতীয় জেলেসহ ২টি মাছ ধরার ট্রলার আটক
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর ২০২২) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মৎস্য আহরণের সময় ভারতীয় মাছ ধরার ট্রলার “এফভি মঙ্গল চান্দী-২৫’’ ও “এফভি মঙ্গল চান্দী-৩” এর ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী। গত ৩১ আগস্ট ২০২২ আনুমানিক ১৮৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় দুইটি বিদেশী ফিশিং ট্রলারকে অবৈধভাবে মৎস্য আহরণ করতে দেখে। ট্রলারসমূহ কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের টহলরত জাহাজ ধাওয়া করে পশ্চিম আইএমবিএল হতে ৭৭ নটিক্যাল মাইল বাংলাদেশের জলসীমানায় তাদেরকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ট্রলারদ্বয় ও ৩১ জন ভারতীয় জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়
Leave a Reply