৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৫:২৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার ৪ মে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করেন। কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান মুহাম্মদ আলী মিঠুল।
এলএলবিতে অধ্যয়নরত এই মেধাবী শিক্ষার্থী তার দায়িত্বের মাধ্যমে ছাত্রলীগের রাজনীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে চান বলে জানিয়েছেন। পদ পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তা, আমার পিতা-মাতা এবং আমার সকল শুভাকাক্সক্ষীদের প্রতি, একই সাথে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সুযোগ্য বিপ্লবী সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমের প্রতি। যিনি আমাকে মহানগর ছাত্রলীগে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন।
পদ্মা মেঘনার কোল ঘেঁষা বিখ্যাত রেলের শহর বলে পরিচিত রাজবাড়ী জেলা, এ জেলারই পাংশা-কালুখালী উপজেলার সন্তান মুহাম্মদ আলী মিঠুল। পরিবার থেকেই মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতির শিক্ষা পান। তার বাবা বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সাথে সম্পৃক্ত। মোঃ জয়দার আলী মন্ডল আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রার্থীর পক্ষে, ১৯৮৬ সাল থেকে এজেন্ট ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।
পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পড়াকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতির সারিতে পা রাখেন মুহাম্মদ আলী মিঠুল। সময়ের পরিক্রমায় রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতায় উপজেলা ছাত্রলীগ কমিটির সদস্য হিসেবে স্থান পান। মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি ও স্নাতক পাস করেন। ২০১৪ সালে প্রথম ঢাকা মহানগর ছাত্রলীগের সাথে একজন কর্মী হিসেবে পথ চলা শুরু করেন তিনি। দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তর ও ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাথে কাজ করার স্বীকৃতি স্বরূপ আজকের এই অর্জন।
মুহাম্মদ আলী মিঠুল আরও জানান, ‘ছাত্রলীগের এই পদ আমার মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদশের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অতীতের মতোই সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সংগঠনের জন্য কাজ করে যাব।’ সুসময়ের পাশাপাশি দুঃসময়েও পাশে থেকে ছাত্রলীগের পতাকা উড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এই উদীয়মান ছাত্র নেতা।
Leave a Reply