১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১১:০০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
সবুজ বাংলাদেশ ডেস্ক:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বোর্ড পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাকে চেয়ারম্যান, সচিবকে ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকে সদস্য সচিব করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। এতে সদস্য হিসেবে ১০ জনকে রাখা হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্যরা হলেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, প্রধানমন্ত্রীর/প্রধান উপদেষ্টার কার্যালয় মনোনীত মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা, অর্থ বিভাগ মনোনীত একই বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ-সভাপতি খায়রুল বাশার।
আরও রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী সদস্য শাহীন হাসনাত, দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. আলাউদ্দিন, যমুনা টিভির অ্যাসিস্ট্যান্ট এডিটর মীর মুশফিক আহসান ও এখন টিভির স্টাফ রিপোর্টার সাজিদ আরাফাত।
Leave a Reply