স্টাফ রিপোর্টারঃ
সভায় বক্তারা অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে উল্লেখ করেন যে, ২০১৬ সালে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার স্বার্থে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারি কলেজ বিহীন প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারি করার ঘোষণা নেন। ২০১৮ সালের ৮ আগস্ট প্রতিষ্ঠানগুলোর জিও জারি করা হয়। সরকারিকরণের ঘোষণার ৬ বছর অতিক্রম হলেও অদ্যবধি বেশিরভাগ কলেজের আত্তীকরণের কাজ সম্পন্ন করা হয়নি। এছাড়াও অধিকাংশ শিক্ষক-কর্মচারিদের গ্রেড অবনমন করে অসম্মান জনক ভাবে আরীকরণের পদক্ষেপ নেওয়া হয়ে যা অত্যন্ত দুঃখজনক। প্রাতিষ্ঠনিক ত্রুটি-বিচ্যুতির কারণে বহু সংখ্যক শিক্ষক-কর্মচারিকে আত্তীকরণের বাহিরে রাখা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক কলেজ সরকারিকারণ ঘোষণার পর প্রতিটি শিক্ষক পরিবারে আনন্দ-হিল্লোল বয়ে গেলেও আজ সেখানে বেদনার কালো ছায়া। বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিনিধিসভায় সারা দেশের শিক্ষক প্রতিনিধিদের মতামতারর ভিত্তিতে নিম্নলিখিত দাবি সমূহ বাস্তবায়নের জন্য উপস্থাপন করা হয়।
১। সকলকে স্ব-পদে স্ব-গ্রেডে, আর্থিক সুরক্ষা (পে প্রটেকশন) বহাল রেখে আত্তীকরণের ব্যবস্থা করা। ২। প্রাতিষ্ঠানিক রুটিজনিত কারণে বেসরকারি আমলে কর্মরত কোন শিক্ষক কর্মচারিকে বঞ্চিত না করে সকলকে আত্তীকরণ করা
৩। শিক্ষক-কর্মচারিদের পনজনে পুনঃ যাচাই প্রক্রিয়াকে সহজ করে জিওজারির তারিখ থেকে প্রতিষ্ঠানে অব্যাহতভাবে কর্মরত শিক্ষকদের আতীকরণের অন্তর্ভুক অনুসারে আত্তীকরণের অন্তর্ভুক্ত করা। একই সার্কুলারে হতে নিয়োগ শিক্ষকদের প্রাতিষ্ঠানিক প্রাপ্যতা
৪। জিও জারির তারিখে যারা কর্মরত ছিলেন এবং বর্তমানে বয়স ৫৯ বছর অতিক্রম করেছেন তাদের তাদের আতীকরণ করা। ৫। ২০১৮ বিধিমালা বাস্তবায়নে প্রয়োজনীয় উপবিধি সমূহ প্রণয়নের কাজ জরুরি ভিত্তিতে শুরু করা এবং উপবিধি প্রণয়ন কমিটিতে সরকারিকৃত কলেজ শিক্ষকদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা। ৬। যোগদানের তারিখ হতে শতভাগ কার্যকর চাকুরিকাল ইফেক্টিভ সার্ভিস) গণনা করে পদোন্নতি ও পদ সোপান তৈরি করে সকল ক্ষেত্রে
তা কার্যকরের ব্যবস্থা গ্রহন করা এবং ৮ ৭। চাকুরিতে ১ম যোগদানের তারিখ হতে ২ বছর অতিক্রম করা চাকুরির অভিজ্ঞতা সম্পন্ন প্রভাষকদের সহকারি অধ্যাপক পদে পদোন্নতির স্থা
গ্রহণের জন্য শিঘ্রই পরিপত্র জারি করা ও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
৮। অধিভুক্তির প্রক্রিয়াধীন বিষয়ে যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আত্তিকরণ বঞ্চিত না করা, ৯। আইসিটি শিক্ষকদের আত্তীকরণে অন্তর্ভুক্ত করা।
১০। সরকারিকৃত কলেজের বিষয়ভিত্তিক শূনাপন গুলো যতদ্রুত সম্ভব পূরণ করে শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান অব্যাহত রাখার কার্যকর ব্যবস্থা গ্রহন
১১। ন্যাশনাল এডুকেশন সার্ভিস গঠন করা। প্রতিনিধি সভা শেষে এ সকল সমস্যা সমাধানের জন্য আর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে পন-সৃজন ও আত্তীকরণের কাজে নিয়োজিত মন্ত্রনালে
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের প্রতি উনার আহবান জানানো হয় । এছাড়াও প্রতিনিধিসভা থেকে উপরিউক্ত দাবী সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য মানবতার মা মাননীয় প্রধান সেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় আরও ঘোষণা দেওয়া হয় আগামী ৩০শে সেপ্টেম্বর-২০২২ ইং তারিখের মধ্যে শিক্ষক-কর্মচারিদের উপরিউক্ত দাবিসমূহ বাস্তবায়ন করা না হলে আগামী ১ অক্টোবর-২০২২ রোজ শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে এবং তা বাস্তবায়নে শিক্ষক-কর্মচারিদের প্রস্তুত
উক্ত সভায় সভাপতিত্ব করেন, বামকশিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আলহাজ কে এম দেলোয়ার হোসেন অনুষ্ঠান সংগঠনের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহার উদ্দিন। মুখপাত্রের দায়িত্ব পালন করেন বাকশিল্প কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুল আলম জনাব মোঃ নাসির উদ্দিন (সহ-সভাপতি) টি আই এম কামরুল আলম মিঞা, জনাব মোঃ মানিক মিয়া মুদী (যুগ্ম-সাধারণ সম্পাদক) জনাব ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক) জনাব খন্দকার আব্দুল আলিম (সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা মাজহারুল ইসলাম লিপন (সাংগঠনিক সম্পাদক)) জনাব শিরু সংকর বোস (সাধারন-সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মোস্তফা কামাল পলাশ ( সচিব, খুলনা পাইয়া সাং মারমা (মহিলা বিষয়ক সহ সম্পাদক) জনাব মোঃ হাবিবুর রহমান প্রিন্স (সহ- সম্পাদক, বরিশাল বিভাগ) কুর ও মেহেদী হাসান মাসুদ, মনিরুজ্জামান মনির, সাইনুর রহমান প্রমূখ।
সম্পাদক: মোহাম্মদ মাসুদ বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ৮০/২(৫ ম তলা), ভি আই পি রোড, ( রাজমনি হোটেলের বিপরীতে), কাকরাইল, ঢাকা- ১০০০। ই- মেইল: dailysobujbangladesh@gmail.com মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪/ ০১৬১১৯৬৩২৯৪ ওয়েব : www.dailysobujbangladesh.com