১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:২৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
বিআরটিসি খুলনা ডিপো ম্যানেজার জামিল হোসেনের দুর্নীতি,অনিয়ম,অর্থ আত্মসাত, মাদক সেবনের অভিযোগ রয়েছে। বাসের নাম্বার প্লেট পরিবর্তন করে নিজ নামে ইজারাসহ বিভিন্ন ভাবে দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। আর এসব কারনে বরিশাল থেকে খুলনায় বদলি করা হয় জামিলকে। অভিযুক্ত জামিলের দুর্নীতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত হলেও দীর্ঘ ১৬ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে অথচ তদন্তের কোনো অগ্রগতি নেই ।
তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগসহ ৮টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে । এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন উপ সচিব কামরুল ইসলাম । দুর্নীতির বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মেজর আলিমুর রহমান, ইএমই, জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল), কে। বলা হয়েছে
তদন্ত সাপেক্ষে ১৫ দিনের মধ্যে মতামত দাখিল করতে । বিগত ১০ নভেম্বর ২০২০ তারিখ ২০৮৭ নাম্বার স্বারকে মোঃ কামরুল ইসলাম, উপ সচিব, জেনারেল ম্যানেজার, বিআরটিসি এ নির্দেশনা দেন ।
খোঁজ নিয়ে জানা যায়,দীর্ঘ ১৬ মাস অতিবাহিত হলেও কোন এক অদৃশ্য কারণে সেই তদন্ত আলোর মুখ দেখিনি। বিআরটিসি’র দুর্নীতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্তে ধীর গতি প্রমাণ করে তদন্তে নিয়জিত তিন সদস্য ম্যানেজ হয়েছে,এমন মন্তব্য করেন সংশ্লিষ্ট দপ্তরের কিছু কর্মকর্তা।
জানা গেছে, খুলনা ডিপো ম্যানেজার জামিল যেখানেই দায়িত্বে ছিল সেখানেই দুর্নীতি করেছে। তার বিরুদ্ধে সুস্পষ্ট ৮টি অভিযোগ রয়েছে ।
জামিল বরিশাল বাস ডিপো ম্যানেজারের দায়িত্বে থাকাকালীন সেখানেও নানা অনিয়ম, ট্রিপ ফাকি,রাজস্ব আত্মসাৎ করাসহ অসংখ্য কুকর্মের সাথে জড়িত ছিল। বরিশাল ডিপোর কারিগরি শাখা থেকে খুচরা যন্ত্রপাতি কেনার জন্য অগ্রিম ৮২ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করার গুরুতর অভিযোগ রয়েছে। এবিষয়ে জামিল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,তদন্ত হচ্ছে জানি তবে আমি চ্যালেঞ্জ করবো, আমি নির্দোষ। এদিকে খোঁজ খবর নিয়ে জানা গেছে,মতিঝিল ডিপোতেও বিভিন্ন অনিয়ম চলেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিআরটিসি’র অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম কঠোর পদক্ষেপ নিয়েছে তিনি চেস্টা করছেন বি আর টিসিকে ঢেলে সাজাতে । তবে বসে নেই দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের দৌড়াত্ম বিআরটিসি’র সর্বত্র। একাধিক সুত্র এ প্রতিবেদককে জানায়, বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেয়ার পর অনেকাংশেই শৃঙ্খলা ফেরাতে পেরেছেন।
Leave a Reply