১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৬:৩১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
এদিন সকাল ৮টায় গাজীপুরের শিববাড়ী থেকে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক। এছাড়াও বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বিআরটি প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে জনগণের যাতায়াতের সুবিধা দিতে আমরা এটি চালু করেছি। প্রকল্পটি দীর্ঘসূত্রিতার শিকার হয়েছে এবং কাজের ক্ষেত্রে অনেক বাধা এসেছে। তবে আমরা ১০টি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করেছি। বাকি কাজগুলো পর্যায়ক্রমে শেষ হবে।
তিনি আরো বলেন, বিআরটি প্রকল্পে ৪ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। তবে এটি দীর্ঘদিন কোনো কার্যকরী সুবিধা দিতে পারেনি।
বিআরটি প্রকল্পের আওতায় শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত দুটি রুটে বাস চলাচল করবে। শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা, বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্তও ভাড়া ৭০ টাকা। পুরো যাত্রার জন্য শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা হবে।
এছাড়া, সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিআরটি লেন দিয়ে শুধু বাস চলাচল করার কথা থাকলেও, এই মুহূর্তে কার ও মাইক্রোবাসও বিআরটি লেনে চলাচল করবে, যাতে সাধারণ লেনগুলোর ওপর চাপ কমে।
বিআরটি প্রকল্পের কাজ ২০১১ সালে শুরু হয়েছিল এবং এটি ছিল একটি আধুনিক পরিবহন ব্যবস্থা চালু করার লক্ষ্যে একটি উচ্চাভিলাষী প্রকল্প। তবে নানা কারণে প্রকল্পটি এক যুগ ধরে সম্পন্ন হয়নি।
বর্তমানে, বিআরটি প্রকল্পে শীতাতপনিয়ন্ত্রিত ১০টি বাস চলাচল শুরু হলেও, প্রকল্পের বাকি কাজগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।
সবা:স:জু- ৩৫৫/২৪
Leave a Reply