১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১১:৩০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
ময়মনসিংহ প্রতিনিধি: রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে আজ রবিবার দুপুরে তারাকান্দায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একে.এম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহবায়ক (সাবেক কেন্দ্রীয় সংসদের ছাত্রদল নেতা) মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক আসাদুল হক মন্ডলে সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার,মাসুদ রানা খান,জুলফিকার হায়দার টিপু,উত্তর জেলা যুবদলের সভাপতি ভি.পি শামছু প্রমূখ। আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ উওর জেলা যুবদলের সিনিয়র যুব আহবায়ক এ.এফ.এম ওয়াহিদুজ্জামান,সহ সভাপতি শহীদুল ইসলাম মন্ডল, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক এস.এম আমিনুল ইসলাম,তারাকান্দা উপজেলা বিএনপির নেতা মোখলেছুর রহমান আকন্দ,শাজেদুল করিম খোকন,রাকিব তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ছায়াদুল উসলাম মন্ডল,ছাত্রদল আহবায়ক আলমগীর হোসেন রকি,বিএনপি,যুবদল,ছাত্রদল ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply