৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১২:২৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর প্রতিটী থানা আওয়ামীগের সম্লেলন শেষে চলছে যাচাই বাছাই আর অতীত ইতিহাস নিয়ে খোজ খবর। এমন পরিস্থিতিতে মহানগর সম্লেলন শেষ না হওয়া পর্যন্ত থানা কমিটী দিচ্ছেনা আওয়ামীলীগ। সভাপতি সাধারন সম্পাদক পদে একাধীক প্রার্থীদের নাম উঠে আসছে। এবার ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে এমন ঘোষনায়, নিক্রিয় অনেক নেতাই এবার দলীয় পদ পাইবার আগ্রহ দেখিয়েছেন৷ শুধু আওয়ামীগের ত্যাগী নেতাই নয়, বিএনপি নেতারা ও ঢুকে গেছেন দলীয় পদ প্রতাশীদের তালিকায়। এমনই একটি সংবাদে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কদমতলী থানা আওয়ামীলীগে। খোদ বিএনপির একজন নেতা হাজী সিরাজুল ইসলাম ঢাকা ৪ এর সাবেক সংসদ সদস্যের ভাই হাজী সিরাজুল ইসলাম। ২০০১ সালে শ্যামপুর শিল্পমালিক সমিতীর সভাপিত ছিলেন সালাউদ্দিন এমপি সাধারন সম্পাদক সিরাজুল ইসালাম, সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর সালাউদ্দিনের বাসায় ঘরোয়া সভায় বক্তৃতা করেন এবং বিএনপির সকল মিটিং মিছিলের বড় ডোনার ছিলেন হাজী সিরাজুল ইসলাম। আওয়ামীগ ক্ষমতায় আসলে সিরাজ বনে যান বড় আওয়ামীলীগ নেতা পোষ্টার অভিনন্দন এর ব্যানার ফেষ্টুনে ভরে যায় কদমতলী থানা এলাকা। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি পিছনের দিকে, ঢুকে থানা কমিটীতে। এখন থানা কমিটীর সভাপতির ফাইটে। এমন বিষয়ে তার মন্তব্য চাইলে তিনি অস্বীকার করে ফোন রেখে দেন।
Leave a Reply