১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ২:২৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। গান, অভিনয় ও উপস্থাপনায় নিজের কারিশমা দেখিয়েছেন তিনি। রনি রিয়াদ রশীদের সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করে পারিবারিক চাপে দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা।
সেই ধারাবাহিকতায় ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেন নুসরাত ফারিয়া।
ওই বছরের ১২ জুন ফারিয়া ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে বাগদানের খবরটি দেন। আংটি বদলের আড়াই বছর পেরিয়ে গেলেও বিয়ে করেননি এই নায়িকা। এবার ঘটা করে বিচ্ছেদের খরব জানালেন নুসরাত ফারিয়া নিজেই। জানালেন বিয়েটা করছেন না তিনি। ভেঙে গেছে বিয়ের সম্পর্ক।
বুধবার (১ মার্চ) ফেসবুকে তার প্রেমিক ও হবু স্বামী রনিকে নিয়ে একটি বার্তা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সেখানে তিনি লেখেনন, ‘আমার ভক্ত ও অনুসারীদের উদ্দেশে একটা কথা বলতে চাই, ৩ বছর আগে আজকের এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। জুটি হিসেবে একসঙ্গে ৯ বছর থাকার পর আলাদা হয়ে গেলাম। অনেক বাধা এবং চিন্তার পরে রনি এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের এত সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়ার জন্য আমারা নিজেরদের অনেক ভাগ্যবান মনে করি, যা আমাদের সব সময়ই জীবনের অংশ হয়ে থাকবে। আমি আমার ভক্ত ও অনুরাগীদের অনুরোধ করব, আমাদের কঠিন সময়েও যেন আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করেন। ধন্যবাদ, ফারিয়া।’
উল্লেখ্য, রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।
Leave a Reply