২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১:০৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সম্পর্কে তারা পরস্পর জামাই শ্বশুর।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের কদমতলী বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ফয়সাল আহমেদের নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে লোহার এঙ্গেল তোলার কাজ করছিলেন ছায়াপদ ও নীল দাসসহ কয়েকজন শ্রমিক। নিচ থেকে লোহার এঙ্গেল রশিতে বেঁধে ছাদে তোলার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা নিচে পড়ে যান। পরে স্থানীয়রা ছায়াপদ ও নীল দাসকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তাদের দুইজনের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানা এলাকায়। সিদ্ধিরগঞ্জের কদমতলীতে ভাড়া বাসায় থাকতেন তারা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে নিহতদের স্বজন বা নির্মাণাধীন ভবনের মালিক কাউকেই পাওয়া যায় নি। পরে সদর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠাই। সেখানে মর্গে নিহতদের লাশ রাখা আছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
সবা:স:জু- ৫০২/২৪
Leave a Reply