৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ২:১৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
অনলাইন ডেস্কঃ
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতের দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন সারাদেশের জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (৬ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষের এখন ভয়াবহ অবস্থা। গ্রামেগঞ্জে ২৪ ঘণ্টায় এখন দুই-এক ঘণ্টা বিদ্যুৎ থাকে।
মফস্বল শহরগুলোতে রাতে ২ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। দিনের বেলাতেও পাঁচ-ছয় ঘণ্টা লোডশেডিং থাকে।
রিজভী বলেন, এ পরিস্থিতিতে সরকারের বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির বিষয় তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়া হবে।
Leave a Reply