২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১২:৪০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
খেলা ডেস্কঃ
নতুন বাংলাদেশে নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসর। ঢাকার প্রথম পর্ব শেষে এখন চায়ের শহর সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল। মাঝে একদিন বিরতি দিয়ে আজ বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) আবারও শুরু হচ্ছে বিপিএলের মাঠের লড়াই।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়া দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল ও চলতি আসরে দুর্দান্ত খেলতে থাকা রংপুর রাইডার্স। ঢাকা পর্বেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে রংপুরের কাছে বড় ব্যবধানে হারতে হয় বরিশালকে। এবার সেই হারের প্রতিশোধ নিতে চায় তামিমের দল।
এবারের আসর শুরুর আগে থেকেই আলোচনায় রয়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। এবারের আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করে তারা। ঢাকা পর্ব শেষ করে সিলেট পর্বে নিজেদের দুই ম্যাচেই জয় তুলে দিয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে পাঁচ ম্যাচেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।
অন্যদিকে এবারের আসরে শক্তিশালী দল গড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল। চলতি আসেরর উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেই রাজশাহীকে হারিয়ে শুভ সূচনা করে তারা। তবে পরেই ম্যাচেই রংপুরের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় তারা। ঢাকা পর্ব শেষে সিলেটে এসে টানা দুই ম্যাচেই জয় তুলে নিয়ে টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে তামিমের দল।
রংপুরের কাছে প্রথম ম্যচে হারের প্রতিশোধ নিতে মরিয়া ফরচুন বরিশাল। বরিশাল দলে রয়েছে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মেয়ার্স, রিশাদ হোসেন, শাহীন শাহ আফ্রিদির মতো দেশি-বিদেশি তারাকারা।
অন্যদিকে টানা ম্যাচে জিততে থাকা রংপুরে নিজেদের জয়ের ধারা বজায় রাখতে চান। অ্যালেক্স হেলস, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদরা প্রস্তত বরিশালকে চ্যালেঞ্জ জানাতে।
সবা:স:জু- ৭১৭/২৫
Leave a Reply