৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৯:০২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
নিজস্ব প্রতিনিধি:
বিবাহিত হয়েও বীরগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি সাজেদুর রহমান অন্তুু।
বীরগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি বিবাহিত সাজেদুর রহমান অন্তুুর বিয়ের ছবি ও অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর নেট দুনিয়ায় চাঞ্চল্য সৃষ্টি। বিবাহিত ব্যাক্তি ছাত্র লীগের সভাপতি এই নিয়ে বীরগঞ্জে আলোচনা সমালোচনা চলছে।
২০২১ সালে বীরগঞ্জ উপজেলা শাখা ছাত্র লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে সাজেদুর রহমান অন্তুুকে সভাপতি ও গোলাম মুর্শিদ কে সাধারণ করে বীরগঞ্জ উপজেলা ছাত্র লীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
দিনাজপুর জেলা শাখা ছাত্র লীগের সভাপতি মোঃ তানভির ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম ইমতিয়াজ ইনানের সাক্ষরিত দিনাজপুর জেলা শাখা ছাত্র লীগের প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। ২০২১ সালের দেওয়া কমিটির মেয়াদ ১ বছর হলেও এখনো পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছে সাজেদুর রহমান অন্তুু। ইতিমধ্যে তার বিয়ের বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়াই আলোচনা সমালোচনার মুখে সাজেদুর রহমান অন্তুু।বিবাহিত হয়ে ছাত্র লীগের সভাপতির দায়িত্ব পালন করে কেমনে।
বিবাহিতদের বাংলাদেশ ছাত্রলীগের কোনো পর্যায়ের কমিটিতে স্থান না দেওয়ার বিধান থাকলেও বীরগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের কমিটিতে সেই নিয়ম না মানার অভিযোগ উঠেছে।
ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর গ ধারা অনুযায়ী, বিবাহিত ব্যক্তি ছাত্রলীগের কমিটিতে স্থান পাবেন না এবং কমিটিতে ঢোকার পর বিয়ে করার অভিযোগ উঠলে পদ বাতিলের কথা বলা হয়েছে।
সাজেদুর রহমান অন্তুুর বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে কর্ণপাত না করে সম্প্রতি সে নিজেই এখন অনুমোদন দিয়েছে থানা ও ওয়ার্ড কমিটি। এবিষয়ে বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটির বিতর্কিত সভাপতি সাজেদুর রহমান অন্তুুর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিয়ে করেছি তাতে কি হয়েছে নিউজ করলে করতে পারেন সমস্যা নেই।
এবিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করে নাই।
Leave a Reply