২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ । রাত ১২:২৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় এক জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
সোমবার (১০ জুলাই) রাত দেড়টার সময় উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট বাসস্ট্যান্ড সাইফুল টাওয়ারের সামনে এশিয়ান হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
মৃত দুই ব্যক্তি হলেন- সবুজ কুমার রায় (১৮) পিতা: রিপন চন্দ্র রায় আরাজী সুন্দরদিঘী দিপু রায় আপন (১৭) পিতা: দেবেন্দ্রনাথ সুলতানপুর লক্ষ্মীরহাট দেবীডুবা। গুরুতর আহত হয়েছেন অজিত রায় (১৬) নামে অপর একজন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টার পর উপজেলার পামুলী ইউনিয়নে একটি বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলো সবুজ রায়, দিপু রায় ও অজিত রায়। লক্ষীরহাট বাজারের সাইফুল টাওয়ারের সামনে এলে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাওয়া একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দেয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, এঘটনায় দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে। এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply