৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ৮:০৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দীপনায় সিলেটের বিশ্বনাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধারণ করতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। আজ রবিবার (২৮ জানুয়ারি) উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের উত্তরের মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় আশপাশের গ্রাসসহ-বিভিন্ন জেলা-উপজেলা থেকে কয়েক শত নারী-পুরুষ ও উৎসুক শিশুরা উপস্থিত হয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন নামের ঘোড়া নিয়ে মালিকরা সকাল ৯টা থেকে ঘোড়ার দৌড় প্রতিযোগীতা অংশ নেন। সেই প্রতিযোগীতায় অংশ নেয় মেসি, নেইমার, টাইগার, সোনারতরী, বিজয়সিং, লালনশাহ ও মায়ের দোয়া নামের প্রায় শতাধিক ঘোড়া।
দর্শনার্থীরা জানান, গ্রামেগঞ্জে এখন আর ঘোড়া চোখেই পড়ে না। আমরা এখন নানা ধরনের বাহন ব্যবহার করি। এক সময় গ্রামীণ জীবনে পছন্দের বাহন ছিল ঘোড়া। কম বেশি সকলেই ঘোড়া ব্যবহার করতেন। গ্রামে গ্রামে হতো ঘৌড়দৌড়। এটাকে কেন্দ্র করে বিরাজ করতো উৎসবের আমেজ। দীর্ঘ দিন পর গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য উপভোগ করতে পেরে সকলেই আনন্দিত।
আয়োজক কমিটির সদস্য রকিব মিয়া জানান, দীর্ঘদিন পর আমরা গ্রামবাসী ঐতিহ্যেও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করি। এতে পুরনো দিনের সেই আনন্দ-আমেজ ফিরে পেয়েছি
Leave a Reply