১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:৫৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
মাহে রমজান উপলক্ষ্যে সিলেট জেলা পুলিশের পক্ষ বিশ্বনাথে অর্ধ শতাধিক অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ছহিফাগঞ্জ সুলতানিয়া আলীম মাদ্রাসা মিলনায়তনে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম (সেবা), জেলা পুলিশের ওসি মঈনুল ইসলাম জাকির, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, থানার সেকেন্ট অফিসার এসআই রুমেন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন এসআই জয়ন্ত সরকার, এসআই দিপঙ্কর সরকার ও এএসআই দিদারুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সারা দেশে পুলিশ অপরাধ প্রবনতা দমন করে ও অপরাধীদের আইনের আওতায় আনার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। পুলিশ জনগণের বন্ধু হিসেবে থেকে সকলের সার্বিক সহযোগীতা নিয়ে সুন্দর সমাজ বিনির্মানে করতে চায়।
Leave a Reply