১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৭:২৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মারুফ হোসেন:
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের পূর্ব খোদাইধুলী কাকদী নদীর পাড় কেটে বেহাল দশা সৃষ্টি করেছে একদল দুর্বৃত্ত। স্হানীয়দের মতে অল্প কিছু দিন পূর্বে নদীটির খনন করা হয়েছিল।। কিন্তু এখন পাড় কেটে সাবাড় করছে একটি মহল।স্হানীয়দের মতে এটিই একমাত্র নদী যা এলাকার কৃষকদের জন্য পানি নিষ্কাশনের জন্য উপযোগী। পালটি রাজাপুর, গদানগর, পূর্ব খোদাইধুলী কৃষকদের পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য কাকদী নদীটি পুনরায় খনন করা হয়েছিল।কিন্তু সম্প্রতি পূর্ব খোদাই ধুলীর আবুল হোসেন পিতা বাদশা মিয়া, জসীম উদ্দিন পিতা আবদুল মালেক,বিল্লাল হোসেন বশারত আলী, সিরাজুল ইসলাম পিতা সরাফত আলী সহ আরও কতিপয় লোকজন মিলে কাকদী নদীর পাড় কেটে বেহাল দশা সৃষ্টি করছে। গ্রামবাসীরা বাধা দিলেও তাতে কোনো রকম ব্যবস্থা সাড়া মিলছে না।এই নিয়ে মাটি কাটা লোকজনদের সাথে কথা বললে তারা বলেন গত বন্যয় আমাদের বাড়ির আশে পাশে সব মাটি ধুয়ে পানির সাথে চলে গেছে। আমরা মাটি পাই না। তাই পাড়ের অতিরিক্ত মাটি যা আমাদের জমির উপর আছে এগুল আমরা কেটে এনেছি। আর আমাদের বাড়িতে বড় বড় গর্ত তৈরী হয়েছে। এগুলো ভরাট করছি।
এই নিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন এই বিষয়টি আমরা অবগত নই এবং কেউ অবগত করেও নাই। এখন জানলাম, বিষয়টি আমি দেখছি। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply