১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ১:২০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) আসনের নৌকার পক্ষে বৃহৎ পরিসরে গণজমায়েত করে নির্বাচনীয় প্রচারণা করায় ও আচরণ বিধি লংঘনের দায়ে জরিমানা করা হয়েছে।
জানা যায়,(১৪ ডিসেম্বর ২০২৩) বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এডভোকেট আবুল হাসেম খান এমপির সমর্থনে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় ফাতেমা স্কুলের পশ্চিম পাশে জাকির হোসেনের বাড়িতে বৃহৎ পরিসরে নির্বাচনীয় প্রচারণা করে। এতে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে নৌকার পক্ষে প্রচারণা চলমান কালে ৫ হাজার টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ছামিউল ইসলাম।
এই বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম বলেন,কুমিল্লা-৫(বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের বুড়বুড়িয়া এলাকায় নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা করায় আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ বিধি ভঙ্গে ১৮(১) বিধি মোতাবেক প্রার্থীর পক্ষে মো: হাসান আহমেদ সুমন (৩২) নামে এক ব্যক্তিকে ৫০০০ ( পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা প্রতিপালনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply