১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১১:৫৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মারুফ হোসেন, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের যুব সমাজের উদ্যোগে বিজয়ের মাস স্মরণে ৪ ডিসেম্বর শনিবার বিকালে বাকশীমুল উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এলইডি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলাটি রবিউল একাদশ বনাম হোসাইন একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা বিজয়ী হয় হোসাইন এবং রানার আপ হয় রবিউল।
বাকশীমুল উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইন্জিনিয়ার হাজী আবদুল খালেক এর সভাপতিত্বে বুড়িচং উপজেলা আওয়ামী কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সাবেক বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি ফিতা কেটে ফাইনাল খেলা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথিরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে যুবকদের এ সমস্ত কাজে অনুপ্রেরণা দিয়ে বলেন যারা বিজয়ের মাসে এতো সুন্দর একটি খেলা আয়োজন করেছে, তারা যেনো ভবিষ্যতে মাদক থেকে বিরত থাকতে এ ধরনের খেলা আয়োজন করে মাদক কে না বলতে পারে। তিনি বলেন সুশীল সমাজ গঠন করতে এ যুব সমাজের কোনো বিকল্প নেই। সকল অতিথিরা বক্তব্যে খেলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এবং মাদক থেকে যেনো পুরো যুব সমাজ দূরে থাকে এ আহ্বান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান, ২ নং বাকশীমুল ইউনিয়ন পরিষদ, নুরুল ইসলাম মাস্টার, চেয়ারম্যান ২ নং বাকশীমুল ইউনিয়ন পরিষদ আবদুল করিম, সভাপতি বাকশীমুল উচ্চ বিদ্যালয় আলহাজ্ব আবদুর রশিদ, সভাপতি বুড়িচং উপজেলা কৃষকলীগ আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক বুড়িচং উপজেলা আওয়ামী লীগ মোঃ জয়নাল হোসেন শামীম, শহীদ পরিবারের সন্তান মোঃ এমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ মিজানু রহমান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক বুড়িচং বাজার মোঃ মিজানুর রহমান খাঁন, যুব মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন আক্তার, মেম্বার ৩ নং ওয়ার্ড মোঃ ফারুক, মেম্বার ৪ নং ওয়ার্ড মোঃ মাহবুবুর রহমান, ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ রকিবুল আলম, ৩,৪,৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ শিল্পী আক্তার,১,২,৫ নং ওয়ার্ড মেম্বার রিংকু , সাবেক মেম্বার মোঃ আয়েতালী, সাবেক মেম্বার সফিকুল ইসলাম, সাবেক মেম্বার মোঃ মোসলেম উদ্দিন, সহ আরো অনেকে।
খেলাটি আয়োজন করেন মোঃ রনি, রুবেল, মহিউদ্দিন, তুষার, রবিউল, সাহিদুল, সজিব, রাজন, রবিন, অমি। এবং পরিচালনা করেন মোঃ অহিদুর রহমান মেম্বার, হাসানুজ্জামান হাসান, সিরাজুল ইসলাম, সেলিম এম,এ, দেবব্রত স্বপন, গোলাম মোস্তফা, ডাক্তার রবিউল।
Leave a Reply