১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১:৫৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
নিজস্ব প্রতিবেদক:
যশোরের বেনাপোলে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক ব্যবসা, চোরাচালান করা, ভারতীয় চোরাই মোবাইল ফোন দেশে এনে সিন্ডিকেটের মাধ্যামে বিক্রি করাসহ নানা অকর্ম জড়িত এই জাহিদ হাসান। এ ছাড়া সাংবাদিক পরিচয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেনাপোলের এক শুল্ক গোয়েন্দা কর্মকর্তাকে ক্রমাগত ব্ল্যাক-মেইলিং করে আসছে বলে জানান ভুক্তভোগী কর্মকর্তা। কথিত সাংবাদিক পরিচয়ে স্থানীয় রাজনৈতিক সুবিধা-ভোগের চেষ্টা করেন জাহিদ। বিগত পৌর নির্বাচনে আ.লীগের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন এই জাহিদ সাংবাদিক পরিচয় দিয়ে আ.লীগের স্থানীয় রাজনীতির তদবীর করে হতে চেয়েছিলেন কাউন্সিলর, কিন্তু ভরাডুবি হয়েছিল। স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায় সে নিয়মিত মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত।সাংবাদিকতার নাম বেঁচে রাজনৈতিক দালালী তো রয়েছে। এ বিষয় স্থানীয় এক সাংবাদিক নেতা জানান,তার ইনকামের উৎস কি,আমাদের জানা নাই, প্রতিমাসেই ভারতের বিভিন্ন প্রদেশে ট্রুরে যায় সে সঙ্গীদের নিয়ে।আমাদের মফস্বলে তো বেতন হয়না, তাহলে জাহিদ কিভাবে চলে! অন্য বৈধ কোন-উর্পাজনের রাস্তাও তার নাই, সাংবাদিকতা করে আমরা সংসার চালাতে পারিনা।প্রসাশন সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে তার অবৈধ ইনকামের ফিলিস্তি। স্থানীয় এক জনপ্রতিনিধি জানান বেনাপোলে হাতে গোনা কিছু সাংবাদিক ছাড়া অধিকাংশ বিভিন্ন অকর্মের সাথে জড়িত, জাহিদ তার ওয়ার্ডের কাউন্সিলর হতে চেয়েছিল সে চাঁদাবাজি ও দালালীর সাথে জড়িত বলে তাকে জনগণ মেনে নেয়নি।
এ বিষয় জাহিদের মন্ত্যের জন্য যোগাযোগ করার চেষ্টা করে হলে সে অকথ্য ভাষায় গালাগাল করেন।
Leave a Reply