১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১০:০৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বেসিক নিয়ে সম্প্রতি প্রকাশিত ‘বেসিক ব্যাংকে টেন্ডার সিন্ডিকেট বাণিজ্যে গোপালগঞ্জের ভূত সক্রিয়, হাইকোর্টের নির্দেশনা মানছে না!’ শিরোনামে সংবাদটির প্রতিবাদ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা হারুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রতিবাদে সংবাদটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করা হয়।
প্রতিবাদ পত্রে ব্যাংকের বক্তব্যে বলা হয়, “উল্লেখিত সম্পত্তি নিলামে বিক্রয়ের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মূল্যে নিলামে সর্বোচ্চ দরদাতাকে প্রদান করা হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশনা লংঘনের বিষয়ে উদ্ধৃত বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। প্রকৃত সত্য হলো এই যে, উক্ত রীট পিটিশনে আলোচ্য সম্পত্তি বিক্রয়ের কোনো নিষেধাজ্ঞা নেই। এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ ব্যাংকের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানের সুনামের ক্ষেত্রে ব্যাপকভাবে ক্ষতিকরে থাকে।
Leave a Reply