২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৯:১৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মেহদী হাসান তুষার :
ব্যক্তি পর্যায়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে চড়া সুদের লেনদেন ও দাদন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না ? এবং তা জানতে চেয়ে হাইকোর্ট আজরুল জারি করেছেন ।
১১ ই মার্চ ২০২৫ রোজ মঙ্গলবার বিচারপতি মোঃ আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম এর হাইকোর্ট বেঞ্চ উক্ত রুল জারি করেন ।
এবং আদালতের আদেশে আগামী দুই মাসের মধ্যে রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে উক্ত রিটে চাওয়া সুদ ও দাদন ব্যবসা বন্ধ সংক্রান্ত আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন ।
অর্থ সচিব এবং স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদয়কে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে এবং আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।
মামলার বিবরণ থেকে বিস্তৃতভাবে জানা যায় যে , খুলনার বটিয়াঘাটা উপজেলার উদমারা গ্রামের বাসিন্দা শচীন্দ্রনাথ শীল উক্ত বিষয়ে গত ১১ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেনএবং শুনানি শেষে আদালত আজ এই আদেশ দেন ।
Leave a Reply