১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১১:৩২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
আনোয়ার আরমানঃ
নাম তার মিষ্টি জাহান ! ঠিক যেনো মিষ্টির মতোই সুন্দরী তিনি ! গ্রামের বাড়ি হবিগঞ্জ হলোও জন্ম ও বেড়ে ওঠা ঢাকা, সহজ ও সরল এই মেয়েটির জীবনে ইচ্ছে ছিলো এয়ার হোষ্টেট হবার কিন্তু সেটা না হওয়ায় সে তার শখ উল্টে একজন সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন দেখে। সেই থেকে বিভিন্ন টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি সে এখন বড়ো পর্দায় কাজ শুরু করছেন। তার প্রথম ছবি অমানুষ দিয়ে সিনেমা জগতে যাত্রা শুরু করেন। পরে আরেকটি ছবিতে কাজ করেন সেটি হলো মানব দানব সিনেমা।
মিষ্টি জাহান বলেন, আমার জীবনে ইচ্ছে ছিলো আমি একজন মডেল বা নায়িকা হবো। আমার এই ইচ্ছে পূরণ হয়েছে কিন্তু আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই।
তাই আমি আপনাদের দোয়া ও সাপোর্ট চাই। সেই সাথে আসুন আমরা সবাই বাংলা সিনেমা দেখি ও বাংলা সিনেমাকে ভালোবাসি
Leave a Reply