২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:১৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
হাফসা আক্তার পিরোজপুর থেকে ফিরেঃ
প্রথমবারের মতো ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদ মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে ফলাফল ঘোষণা করেন পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান খলিফা।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশিদ খসরু নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জেপি মঞ্জু) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম পেয়েছেন ৫ হাজার ৭১ ভোট।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মেয়র পদে পাঁচজন এবং পুরুষ ও নারী কাউন্সিলর পদে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন রুবেল খান।
বিজয়ী হওয়ার পর ভান্ডারিয়ার পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু বলেন, নৌকার এ বিজয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি এই বিজয়ে আনন্দিত। জনগণ যেভাবে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, আমি চেষ্টা করবো তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে তাদের পাশে থেকে কাজ করার।
Leave a Reply