১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৭:০৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
সবুজ বাংলাদেশ ডেস্ক:
সময় এখন সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের। বিখ্যাত এমন পাঁচজন ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সারের কথা।
ব্রাজিলের রিটেইল কোম্পানি ‘ম্যাগাজিন লুইজা’ সাদামাটাভাবে মাগালু নামে পরিচিত। তারা নিজেদের নামেই তৈরি করেছে ‘লু ডু মাগালু’ নামে একটি চরিত্র। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই ব্যবহার করে তৈরি করা মাগালু এখন ইনফ্লুয়েন্সার বনে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৭৪ লাখ ছাড়িয়েছে। লু ডু মাগালু সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পণ্যের রিভিউ দিয়ে থাকে।
এ আই দিয়ে তৈরি ইনফ্লুয়েন্সার এমা এখন জার্মানির পর্যটন দূত। এমা তার দেশে ঘুরে বেড়াতে খুব ভালোবাসে আর সেই ভিডিও সে প্রকাশ করে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। চলতি বছরের অক্টোবর মাসে জার্মানির ন্যাশনাল ট্যুরিস্ট বোর্ডের একটি ভিডিও বার্তায় আত্মপ্রকাশ করে এমা। বিশ্বের ২০টি ভাষায় পারদর্শী এমা পর্যটকদের জার্মানি ভ্রমণে উৎসাহী করতে কাজ করে।
লিল মিকেলা গায়িকা ও মডেল। সে দেখতে ১৯ কি ২০ বছর বয়সী তরুণীর মতো। তার নির্মাতা ‘বার্ড’ নামের একটি কোম্পানি। ২০১৬ সালে প্রথম ইনস্টাগ্রামে প্রকাশ পায় এই এ আই চরিত্র। লিল অনেকটা বাস্তবের ইনফ্লুয়েন্সারের মতো তার দৈনন্দিন কাজ কর্মের ভিডিও এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রচার করে থাকে। স্পটিফাইয়ের মতো প্ল্যাটফর্মে লিল মিকেলার গাওয়া গান প্রকাশিত হয়েছে।
এআই ইনফ্লুয়েন্সার আইতানা লোপেজের বয়স ২৫ বছর। তাকে তৈরি করেছে ‘দ্য ক্লুলেস’ নামের স্প্যানিশ একটি কোম্পানি। গোলাপি চুলের লোপেজ ‘বিগ’ নামের ব্র্যান্ডের প্রতিনিধি। অনলাইনে এই ব্র্যান্ডের পণ্য অর্ডার করার সময় লোপেজের কোড ব্যবহার করলে ছাড়ও পাবেন আপনি। এই ইনফ্লুয়েন্সারের মাসিক আয় প্রায় ১০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ লাখ টাকার সমান।
আইতানা লোপেজ
দক্ষিণ আফ্রিকার এ আই চরিত্র শুদু গ্রাম বিশ্বের প্রথম ডিজিটাল সুপার মডেল ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় আড়াই লাখ। নিজেকে সৃজনশীলভাবে উপস্থাপনের মাধ্যমে অনুসারীদের মুগ্ধ করছে শুদু গ্রাম।
Leave a Reply