২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:৫৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
নিজস্ব প্রতিবেদনঃ
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রামপুর গ্রামের ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশীর নাতি মোঃ সজীব হোসাইন অভিযোগ করেছেন, তিনি ভয়ভীতি ও আশংকায় দিন কাটাচ্ছেন।
তিনি বলেন, আমার জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে ২৩ শে মে ২০২৩ আমার উপর একদল সন্ত্রাসী (সৃজন বাহিনী) হামলা করে এবং একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচারে লিপ্ত হয়। হামলা পরবর্তী তিনটি কারণ খুজে পাওয়া গেছে, ১. মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ। ২. তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানের সাথে ইমেইল ও পত্রালাপ। ৩. ঈদুল ফিতরে ঈদ উপহার ও জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়। সৃজন বাহিনী আক্রমণ করার সময় বলে গেছে, “আজ থেকে তুই কোন প্রকার রাজনৈতিক ও সেচ্ছাসেবী কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জাতীয় কোন ছবি পোষ্ট করতে পারবি না, করলে- অপহরণের পর মেরে এমন জায়গায় রাখবো কিয়ামতের আগে কেউ খুজে পাবেনা। আর আমাদের সাথে বড়বড় লোক আছে, মালমা করেও কিছু করতে পারবিনা।
সজীব আরো বলেন, সন্ত্রাসীদের প্রকাশ্যে বলে যাওয়া হুমকির কারণে আমি ভয়ভীতি ও আশংকায় দিন কাটাচ্ছি। যেকোন সময় আবার হামলা করতে পারে। হামলা ও হুমকি থাকা স্বত্বেও, অবহেলিত মানুষের পাশে আমি আমার কণ্ঠস্বর নিয়ে আমৃত্যু ঢালহয়ে পাশে থাকবো, ইনশাআল্লাহ। সংবাদ সংগ্রহের সময় স্থানীয় কয়েকজন বলেন, “সন্ত্রাসী হামলা কারিদের পরিচয় জাতির জানা প্রয়োজন, স্বঘোষিত বক্তব্য অনুযায়ী প্রধান হুকুমদাতা মোঃ মাসুদ মিয়া(বরাইদ), সহযোগী আমিন মিয়া ও পারভেজ সহ আরো তিনজন। সরাসরি সন্ত্রাসী হামলা করেছিল-(১) সৃজন সরকরা (মিরকা), (২) মোঃ শিপন মল্লিক (উথুরা) (৩), মোঃ শাকিল মিয়া (মেদুয়ারী), (৪) মোঃ ইলিয়াস মিয়া (মেদুয়ারী) এক নং ও দুই নং সন্ত্রাসীর একজন করে হেল্পার ছিল। মূল ৬ জন সন্ত্রাসীকে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন আরো ১০ জন।
বিশিষ্টজনদের অভিমত, এদের সকলের পিছনে ১ জন ক্ষমতাধর ব্যক্তিও রয়েছে।
Leave a Reply