২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৮:৫৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
জাকির মাঝীঃ
রাজধানীর কদমতলীর ৫৯ নং ওয়ার্ড পশ্চিম মোহাম্মদ বাগ এলাকায় হ্যানোলাক্স সংলগ্ন মেইন রাস্তায় দীর্ঘ দিন ধরে ময়লা ফেলার কারনে রাস্তাটি যেমন ক্ষতি হচ্ছে তেমনি এলাকায় দুর্গন্ধ ও ডেঙ্গু মশার বিস্তার হচ্ছে। ময়লার বাগারটির পাশে একটি মসজিদ ও মাদ্রাসা অাছে। পশ্চিম মোহাম্মাদ এলাকাবাসী বলেন এই ময়লার বাগারটি কারনে মসজিদে মুসল্লীরা ও স্কুল কলেজ ছাত্র ছাত্রীরা এবং সাধারন মানুষ এই ময়লা পানি পারিয়ে প্রতি নিয়ত যাতায়াত করে। একদিকে দুর্গন্ধ অারএকদিকে ময়লা পানিতে যাতায়াত করার কারনে বিভিন্ন রকম রোগজীবাণু ছড়াচ্ছে।স্হানীয় কাউন্সিলরের কাছে জানতে চাইলে তিন বলেন একটি জায়গা নির্ধারণ করা হয়েছে এখান থেকে ময়লার বাগারটি সরিয়ে নেওয়া হবে তার জন্য সময় লাগবে এবং এ পযন্ত অনেক বার সময় নিয়ে ও ময়লার বাগার টি না সরিয়ে বরং সম্পুর্ন রাস্তাটিতে ময়লা ফেলানো হচ্ছে। ডি এস সি সির বর্জবিভাগে কর্মকর্তার কাছে জানতে চাইলে তারা বলেন অনিক ট্রডাস নামে একটি প্রতিষ্ঠান এই ময়লার টেন্ডার পায় জানতে পারি এই প্রতিষ্ঠানটি ৫৯ ওয়ার্ড কাউন্সিলর অাকাশ কুমারের।এদিকে পুর্ব কদম তলী মোহাম্মদ বাগ চৌরাস্তা থেকে মরাজনগর রায়েরবাগ এলাকায় য়াতাযাতের জন্য একটি সংযোগ কালবার্ড ব্রীজ অাছে ব্রজীটির নির্মানকাল ছিলো বিশবছর অাগে, কিন্তু এলাকার রাস্তা উঁচু করে অারসিসি করার কারনে ব্রীজটি নিচুহয়ে যায় একটু বৃষ্টি হলে খালের ময়লাপানি ব্রজী উপনেদিয়ে প্রবাহীত হয়। এলাকাবাসী বারবার ব্রিজ পুর্ন নির্মানের কথা স্হানীয় কাউন্সিলর কে বল্লে তিনি বলেন একাজটি সেনাবাহিনীর হাতে এটা ডি এস সিসির কোন কাজ না। এই নিচু ব্রিজটির উপরদিয়ে এখন খালের ময়লা পানি প্রবাহীত হয়।একপার থেকে অন্য পারে কোনধরনের যানবাহন চলাচল করতে পারে না।ব্রিজটির উপর দিয়ে দুটি বাঁশের সাকু দেওয়া হয়েছে শুধু মানুষ যাতায়াতের জন্য। বাশের সাকু গুলো দিয়ে প্রতিনিয়ত শতশত মানুষ যাতায়াত করে এতে এলাকা বকসী অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। ব্রজিটি অতি জরুরী ভাবে পুনর্নির্মাণ না হলে এলাকাবাসীর দুর্ভোগ বেড়েযাবে। বিষয় টি সংশ্লিষ্ট কতৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি।
Leave a Reply