২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:৪৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
ভোলা জেলা প্রতিনিধি ফয়জুল বারী (রুবেল):
শুক্রবার সকাল ১১ টার দিকে বেলাল মাঝি,লিটন মাঝির নেতৃত্বে ধনিয়া ও মদনপুর ইউনিয়নের নিকটবর্তী মাঝ নদীতে একটি নির্দিষ্ট বাঁকে পাই জাল (সরকার নিষিদ্ধ ঘোষিত জাল) দিয়ে আগে ও পরে মাছ ধরাকে কেন্দ্র করে,প্রতিপক্ষ হারুন মাঝি ও রহিম মাঝির সাথে বাক বিতন্ডের একপর্যায়ে সংঘর্ষের রূপ নেয়,এ সময় বশির মাঝি সংঘর্ষের বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনদের নিয়ে ঘটনা স্থলে গেলে রহিম মাঝি,হারুন মাঝির সাথে থাকা ভুট্টোর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের সঙ্ঘবদ্ধ জেলেদের হাতে ব্যাপক নির্যাতনের শিকার হন,বশির মাঝির সাথে আহত ব্যক্তিরা হলেন,বেলাল মাঝি,লিটনমাঝি,কাশেম,মুছা,বাপ্পি,ঝন্টু,নাগর,ইব্রাহিম,শান্ত,মিজান,জিয়া,রিদান.এ সময় রহিম মাঝি হারুন মাঝি ও ভুট্টুর নেতৃত্বাধীন লোকদের দ্বারা বশির মাঝির একটি ট্রলারকে ভেঙে ডুবিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে,আহত ব্যক্তিদের সকলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে,আহতদের মধ্যে বশির মাঝি ও বাবুর্চি কাশেমের অবস্থা কিছুটা সংকটাপর্ণ,বাকি সকলে কাটা,ফুলা,যখমের,প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন ভোলা সদর হাসপাতালে,এদিকে প্রতিপক্ষ হারুন মাঝি,রহিম মাঝি ও ভুট্টুও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন,উভয় পক্ষের আহত ব্যক্তিদের দেখতে আসেন মদনপুর ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে তার ভাই মহসিন নাগর,এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সুস্থ সমাধানের জন্য এবং উভয় পক্ষের আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও ন্যায় বিচারের প্রত্যয় ব্যক্ত করেন,এ সময় ধনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিঠু মেম্বার,শরিফুল ইসলাম গোলদার(সাবেক মেম্বার) ও সাইফুল ইসলাম সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply