১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৭:৩০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বিনোদন ডেস্ক:
‘কিং অব পপ’ খ্যাত মাইকেল জ্যাকসনের অনেকগুলো অপ্রকাশিত ক্যাসেট খুঁজে পেয়েছেন গ্রেগ মাসগ্রোভ নামের এক ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত হাইওয়ে পুলিশ কর্মকর্তা।
সম্প্রতি হলিউড রিপোর্টারের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, বর্তমানে অবসরে থাকা গ্রেগ মাসগ্রোভ একজন সহকর্মীর ভ্যান নুয়েস শহরে ক্রয় করা একটি স্টোরেজ ইউনিট থেকে মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত এই ক্যাসেটগুলো সংগ্রহ করেন।
গ্রেগ মাসগ্রোভ জানায়, এই ইউনিটটি একসময় ব্রায়ান লরেন নামের এক সঙ্গীত প্রযোজক ও গায়কের ছিল, বর্তমানে তার অবস্থান জানা যায়নি। ক্যাসেটগুলোতে জ্যাকসনের ১২টি অপ্রকাশিত গানের টেপ রয়েছে ‘ডেঞ্জারাস’ অ্যালবাম প্রকাশেরও আগে ১৯৯১ সালের মধ্যে মাইকেল জ্যাকসন এগুলো রেকর্ড করিয়েছিলেন।
তিনি আরো জানায়, ‘আমি সব ফ্যান সাইটে খুঁজে দেখেছি। এর মধ্যে কিছু গান রয়েছে যেগুলো প্রকাশ হয়েছে বলে গুজব রয়েছে, কিছু গানের সামান্য অংশ প্রকাশ হয়েছে। আবার এমন কিছু গান রয়েছে যা একেবারেই প্রকাশ হয়নি।’
তবে মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্য দুঃসংবাদ যে সম্ভবত মাসগ্রোভই একমাত্র ব্যক্তি, যিনি এই গানগুলো শোনার সুযোগ পাবেন। কারণ মাসগ্রোভের নিয়োগকৃত একজন অ্যাটর্নি এই ক্যাসেটগুলোর সম্পর্কে জানতে জ্যাকসন এস্টেটের কাছে গিয়েছিলেন। জ্যাকসন এস্টেট অ্যাটর্নিকে জানায়, এস্টেট প্রয়াত গায়কের সমস্ত সঙ্গীত রেকর্ডিং এবং রচনাগুলোর কপিরাইটের মালিক, তাই সেগুলো প্রকাশ করা যাবে না।
এস্টেট হলিউড রিপোর্টারকে জানায়, এস্টেট এই ক্যাসেটগুলোর মালিকানা দাবি করবে না। তবে মাসগ্রোভ এবং ভবিষ্যতে যারা এই ক্যাসেটগুলো কিনবেন, তারা রেকর্ডিং বা সঙ্গীতের কপিরাইটের মালিক হবেন না, কপিরাইট এস্টেটেরই থাকবে। অর্থাৎ, এই ক্যাসেটগুলো কখনোই জনসমক্ষে প্রকাশ করা যাবে না।
মাসগ্রোভ বলেন, ‘আমি এই গানগুলো শুনছি। এই গানগুলো পৃথিবীতে আমার আগে কেউ শোনেনি। মাইকেল জ্যাকসন সত্যি সত্যি কথা বলছেন এবং অন্যের সঙ্গে মজা করছেন, এগুলো শুনে সত্যিই দারুণ লাগছে।’
মাসগ্রোভ প্রধান নিলাম ঘরগুলোতে ক্যাসেটটি নিলামে তোলার পরিকল্পনা করেছেন এবং এর ক্রেতা পাবেন বলে আশা করছেন।
২০১২ সালে লেডি গাগাসহ মাইকেল জ্যাকসনের অনেক ভক্ত জ্যাকসনের ৫৫টি স্মৃতিচিহ্ন নিলামে চড়াদামে কিনেছিলেন।
সবা:স:জু- ২৪৮/২৪
Leave a Reply