৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:৫৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
আজিজুর রহমান বাবু শরীয়তপুর প্রতিনিধি:
গতকাল শরীয়তপুরের চরভাগা ইউনিয়নের মমিন আলি মোল্লার বাজারে ছাত্র যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে মাদক ও জুয়া বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিতে স্হানীয় ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানবিক চিকিৎসক ডাঃ আবদুর রাজ্জাক বলেন – মাদক ও জুয়া শুধু এলাকায় নয় সারাদেশ জুড়ে এর প্রভাব বিস্তার করে সমাজকে কুলষিত করছে। এসব সামাজিক ব্যাধিকে দূরীকরণে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে মাদক ব্যবসায়ী ও জুয়ারিদের বিরুদ্ধে ছাত্র ও যুবসমাজের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং সর্বদা ছাত্র ও যুবসমাজের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
যুবসমাজের পক্ষ থেকে শাকিল মাহমুদ বলেন – চরভাগা ইউনিয়নে শান্তিপূর্ণ ও মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রকাশ্যে অথবা গোপনে কোথাও যদি কেউ মাদকের সাথে জড়িত থাকে তাকে ঘটনা স্থলে ধরে প্রশাসনের কাছে তুলে দেওয়া আহবান জানান । সমাজ থেকে মাদক মুক্ত করতে ছাত্র ও যুব সমাজ প্রতিজ্ঞাবদ্ধ।
সখিপুর থানা প্রশাসনের পক্ষ থেকে নুরুজ্জামান (পুলিশ) বলেছেন আপনাদের এই মহৎ উদ্যোগ কে সাধুবাদ জানাই যেখানেই মাদক ব্যবসায়ী ও ইভটিজিং সহ অন্যায়মূলক কর্মকান্ড যেখানেই হবে। তাত্ক্ষণিক ভাবে আপনারা প্রতিবাদ করবেন এবং দোষীদের ধরে আইনের হাতে সোপর্দ করবেন।
উক্ত র্যালীতে উপস্হিত ছিলেন এডভোকেট শিমুল, জিকু মুন্সি,ইমরান হোসেন বাবু বকাউল, ইমাম হোসেন (বিজিবি সদস্য )স্বপন গাজী(পুলিশ সদস্য) ইয়াকুব ছৈয়াল,নোমান মাহমুদ, গাজী রাসেল,ফাইজুল মৃধা,মাহিনুল হক তুমুল,শিক্ষক প্রতিনিধি, স্হানীয় যুব সমাজের উদীয়মান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply