1. md.zihadrana@gmail.com : admin :
  2. dailysobujbangladesh@gmail.com : samiya masud : samiya masud
  3. editorsobujbangladesh@gmail.com : sumona akter : sumona akter
মানুষের তৈরি মতবাদ বস্তায় ভরে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে - দৈনিক সবুজ বাংলাদেশ

১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৯:৫৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

মানুষের তৈরি মতবাদ বস্তায় ভরে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে

ড. শফিকুল ইসলাম মাসুদ

মানুষের তৈরি মতবাদ বস্তায় ভরে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে

স্টাফ রিপোর্টার।।

মহাগ্রন্থ কোরআনের আইন ব্যতীত সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মানুষের তৈরি আইনে গত ৫৩ বছর দেশ পরিচালিত হয়েছে কিন্তু দেশের মানুষ একদিনের জন্যও শান্তি ও স্বস্তি পায়নি। আজও মানুষ তার অধিকার দাবিতে জীবন ও রক্ত দিতে হচ্ছে। মানুষের তৈরি অর্থনীতি, পররাষ্ট্র নীতি, স্বরাষ্ট্র নীতি ও রাজনীতি জাতি-গোষ্ঠী, ধর্ম বর্ণের বিভাজন করেছে। শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি হয়েছে। তাই মানুষের তৈরি মতবাদ বস্তায় ভরে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে মহাগ্রন্থ কুরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে।

গতকাল শুক্রবার (২২ নভেম্বর) রাতে পটুয়াখালীর বাউফলের নওমালা উচ্চ বিদ্যালয় মাঠে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসের কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নওমালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম আল কায়ছারী ও বাউফল উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও সভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মসজিদে আল্লাহর আইন চলে বলেই সেখানে ঢুকলেই শান্তি পাওয়া যায়, শৃঙ্খলা দেখা যায়। রাষ্ট্র আল্লাহর আইনে পরিচালিত হলে পুরো রাষ্ট্র নিরাপদ শান্তি আর শৃঙ্খলায় ভরে উঠবে। তাই তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বে দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জামায়েত ইসলামী ধর্ম নিয়ে রাজনীতি করে না, জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল। ইসলাম ধর্মে শুধুমাত্র মুসলমানদের কথা বলা হয়নি। মহাগ্রন্থ আল-কুরআনে পুরো মানবজাতির কল্যাণের ও অধিকারের কথা বলা হয়েছে। সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে পুরো মানবজাতির কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠিত হবে।

বাউফলে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি থাকবে না উল্লেখ করে ড. মাসুদ বলেন, আমরা পরস্পর পরস্পরের নিরাপত্তার গ্যারান্টি দিতে চাই।

এসময় উপস্থিত জনসাধারণ চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক মুক্ত বাউফল গড়তে হাত তুলে শপথ করেন। বাউফলকে একটি আধুনিক কল্যাণ ও আদর্শ উপজেলা গড়তে ড. মাসুদ বাউফল বাসীর কাছে সুযোগ ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »
error: Content is protected !!