২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৮:৩৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
রাহিমা আক্তার মুক্তা :
বাংলাদেশ রোড ট্যান্সপোর্ট অথরিটির ড্রাইভিং লাইসেন্স এর জন্য মূল কাজ হচ্ছে ফিঙ্গার দেয়া। কিন্তু সেখানে গেলেই পড়তে হয় বিপাকে। পাওয়াযায় জনগনের দীর্ঘ অভিযোগ। এখানে নিয়োজিত আছে হাই সিকোরিটি স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রজেক্ট বাংলাদেশ রোড ট্যান্সপোর্ট অথরিটি। এটা মাদ্রাছ সিকোরিটি থেকে নিয়োজিত।
কিন্তু এরা পদে পদে জনগনের ভোগান্তির কারন।
গোপন সুত্রে আাদালত- ৬ নির্বাহী সাজিদ আনোয়ার তথ্য পায় দূর্নীতি ও অনিয়মের।
সেই সুএ ধরে গত ২৩শে নভেম্বর নির্বাহী অভিযান চালালে তাতে উঠে আসে মাদ্রাছ সিকোরিটির ওপেন দূর্নীতি ও অনিয়ম।
তাত্ক্ষণিকভাবে আটক করে দুই জনকে। তারা হলেন।
১।মো: আল আমিন মোড়ল ( ৩০)।
১মাসের বিনাশ্রম
অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবেনা।
Leave a Reply