১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১১:১৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
অনলাইন ডেস্কঃ
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার গত ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন।
শনিবার (২৫ মার্চ) খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হয়। এর আগে গত ২৩ মার্চ তারা সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়।
আগের মতো এবারও বাসায় থেকে চিকিৎসা নেয়া এবং বিদেশ যেতে না পারার দুই শর্তে মুক্ত থাকছেন বিএনপি নেত্রী।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় দুই বছর জেলে ছিলেন।
সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে দুটি শর্তে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিল ২০২০ সালের ২৫ মার্চ। তখন দেশে করোনা মহামারি চলছিল। এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।
Leave a Reply