স্টাফ রিপোর্টার:
কযেক বছর আগেও ঈদ মানেই ছিল নতুন সিনেমার উৎসব। সে রেওয়াজই ফিরেছে বলে মনে করেন ঢালিউডের বড় অংশ। এবার একসঙ্গে চার সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে শাকিব খান ও সিয়াম আহমের তিন বিগ বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। এর সঙ্গে ‘বড্ড ভালোবাসি’ শিরোনামের আরেকটি সিনেমাও মুক্তির তালিকায় নাম লিখিয়েছে।
স্বভাবিকভাবে শাকিবের ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ আর সিয়ামের ‘শান’ সিনেমা নিয়ে আলোচনা বেশি হচ্ছে। মূল প্রতিযোগিতা এই দুই ছবির ভেতর। আর তাই তারকাবিহীন ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি বড্ড অবহেলিত! গণমাধ্যমেরও সুদৃষ্টি নেই এটির ওপর। সেকারণে শুক্রবার ব্লকবাস্টার সিনেমাসে ছবির প্রিমিয়ারে দেখা যায়নি উল্লেখযোগ্য কোনো অতিথি। ছিল না গণমাধ্যমকর্মীদের ভিড়। যদিও নায়িকা ও প্রযোজক রোজ নিপা অপেক্ষা করছিলেন ক্যামেরার সামনে কথা বলার জন্য।
ওই সময়টায় নিপার কথা হয় জানালেন, নব্বইয়ের দশকের প্রেমের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। তার ভাষায়, ‘সামাজিক ঘরানার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। পরিবারের সবাই মিলে দেখতে পারবেন। নব্বইয়ের দশকের সিনেমাগুলো যেমন হত, ঠিক তেমন একটি ফ্লেভার পাওয়া যাবে এতে।’
সিনেমাটি প্রযোজনা করতে নানা বাধার মুখোমুখি হয়েছেন নিপা। হয়েছেন ফিল্ম পলিটিক্সের শিকার। তিনি বলেন, ‘প্রযোজনা করতে গিয়ে অনেক বাধা পেয়েছি। রাজনীতির শিকার হয়েছি। যাদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছি, তাদের নাম বলতে চাই না। নাম বললে বিতর্কের সৃষ্টি হবে। আমি চাই না তেমনটা হোক। কারণ, আমাকে আরও কাজ করতে হবে।’
পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই সিনেমা প্রযোজনা করেছেন নিপা। নায়িকা হওয়ার যে প্রতিজ্ঞা করেছিলেন, সেটি অবশেষে পূরণ হয়েছে। তাই তার কাছে ঈদের খুশি অন্যমাত্রা যোগ করেছে।
নিপা বলেন, ‘ছোটবেলা থেকে আমার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল। মনে মনে ছিল সে স্বপ্ন। সালমান-শাবনূরের ছবি দেখে নায়িকা হওয়ার ইচ্ছা জাগে। কাউকে বলতে পারিনি। আমার পরিবার কখনও আমাকে সাপোর্ট দেয়নি। লক্ষ্যে অবিচল ছিলাম।’
‘বড্ড ভালোবাসি’ নিয়ে বাইরে সমালোচনা হচ্ছে। মান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। সেসব কথা কান পর্যন্ত গেছে তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবির বাজেট কম। চেষ্টা করেছি অল্প বাজেটের মধ্যে ভালো কিছু বানাতে। তাছাড়া এটি আমার প্রথম প্রযোজিত সিনেমা। ত্রুটি থাকবে। আমি স্বীকার করে নিচ্ছি। আমি চাই তবুও আপনারা আমার পাশে থাকুন। তাহলে সামনে আরও ভালো ছবি নির্মাণ করতে পারব।’
নিপা আরও বলেন, ‘সিনেমা নির্মাণের পর সব কিছু আমাকে একাই করতে হয়েছে। পরিচালক জুয়েল ফারসির সাহায্য ছাড়াই করেছি। আমি তাকে বিরক্ত করতে চাইনি। অনেক কষ্টের সিনেমা এটি। হাতজোড় করে বলছি, আপনারা সিনেমাটি দেখুন।’
এদিকে শুধুমাত্র ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাবে ‘বড্ড ভালোবসি’। নিপা জানালেন, ঈদের পর আরও সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
Leave a Reply