২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ভোর ৫:৫০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
রাজধানীর মুগদা এলাকা থেকে তিন জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুগদা থানার পুলিশ সদস্যরা। জানাযায় গত ২২জানুয়ারী সোমবার সন্দা ৭/৪৫মিনিটে গোপন সংবাদ পেয়ে মুগদা থানার ওসি তারিকুজ্জামান এর নির্দেশে এস আই আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে তার সহকারী পুলিশ সদস্য দের নিয়ে গ্রীন মডেল টাউন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মঞ্জুর হোসেন নিঝু ও তার সহকারী মো: জনিকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ১কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার চালক সহ আটক করে। মুগদা এলাকার একজন বাসিন্দা দৈনিক গনজাগরণের সাংবাদিক দের বলেন নিঝু একজন পেশাদার মাদক ব্যাবসায়ী সে প্রকাশ্য দীর্ঘদিন যাবত মানিকনগর ওয়াসা রোড নিজ বাড়ীতে মাদকের স্পট করে জমজমাট ব্যাবসা চালিয়ে যাচ্ছে যার ফলে যুব সমাজকে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। পুলিশের কঠোর নজরদারিতে ও তাদের চোখ ফাঁকিদিয়ে চালিয়ে যাচ্ছে নানান রকমের মাদক বানিজ্য মুগদা থানার ওসি তারিকুজ্জামান আসার পর থেকে কিছুটা নিয়ন্ত্রণে আসছে নিঝুর মাদক বানিজ্য। কিছু আগেও তাদের মাদকের স্পটের কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। তাকে গ্রেফতারে এলাকার বসবাস কারী লোকজন জানতে পেরে অত্যন্ত আনন্দ প্রকাশ করে, জনসাধারণেরা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যাহাতে জনগনের নিকট পুলিশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে।মুগদা থানার ওসি তারিকুজ্জামান মুগদা থানা যোগদানের পর থেকে জুয়া, মাদক, দেহ ব্যবসায়ী সহ নানান রকমের অপরাধীরা রীতি মত আতঙ্কে রয়েছেন। ওসি তারিকুজ্জামান বলেন অপরাধীরা যে যতই ক্ষমতাশালী হোক তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নিব।কুখ্যাত আসামীদের মুগদা থানা সহ বিভিন্ন থানার অস্ত্র ও মাদকের ২৩টি মামলা আছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply